মুসলিম সম্প্রদায়ের প্রায় তিনশো জন মানুষ শাসকদল ও বাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান

মুসলিম সম্প্রদায়ের প্রায় তিনশো জন মানুষ শাসকদল ও বাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর, ১৮ই জুন :মুসলিম সম্প্রদায়ের প্রায় তিনশো জন মানুষ শাসকদল ও বাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনায় উত্তর দিনাজপুর জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিতপোঁতা ২ গ্রামপঞ্চায়েতের চৌধুরী বস্তি এলাকায় তৃনমূল কংগ্রেস ও কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করলেন। এছাড়াও ওই গ্রামপঞ্চায়েতের সিপিএম এর প্রাক্তন সদস্য মহম্মদ নাসিমের নেতৃত্বে বেশকিছু কর্মী সমর্থক বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। শাসক দল তৃনমূল কংগ্রেসের সন্ত্রাস অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে একমাত্র বিজেপিই প্রতিরোধ গড়ে তুলতে পারে এই আশা আকাঙখা থেকে তাদের বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।

বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা জুড়ে শাসক দল তৃনমূল কংগ্রেস বিরোধীদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে চলেছে। শাসকদলের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা। এর পাশাপাশি রয়েছে ব্যাপক দুর্নীতি। কিন্তু শাসকদলের এই সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো রাজনৈতিক শক্তি না কংগ্রেস না বামফ্রন্ট কারও নেই। সম্প্রতি লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিজেপি ব্যাপক শক্তিশালী হয়েছে এ জেলায়। এমনকি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি দখল করেছে বিজেপি। বিজেপিই একমাত্র পারবে শাসকদল তৃনমূল কংগ্রেসের মোকাবিলা করতে। এছাড়াও বহু তৃনমূল কংগ্রেস কর্মীও তৃনমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হতে চেয়েও এতদিন পারেন নি। তারাও এখন বিজেপির শক্তি বৃদ্ধিতে প্রতিবাদের পথ খুঁজে পেয়েছেন বলে ধারনা রাজনৈতিক মহলের৷ পন্ডিতপোঁতা ২ গ্রামপঞ্চায়েতের সিপিএম প্রাক্তন সদস্য মহম্মদ নাসিম বলেন, ২০ বছর ধরে বামফ্রন্ট করে আসছি৷ এলাকায় তৃনমূল কংগ্রেস আমাদের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি চালাচ্ছে৷ এছাড়াও তৃনমূল জোর করে পঞ্চায়েত দখল করার পাশাপাশি ব্যাপক হারে দুর্নীতি করে চলেছে। তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিজেপিতে যোগদান করেছি। দিন কয়েক আগে ইসলামপুরে তৃনমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন ছেড়ে ২২ জন শিক্ষক বিজেপিতে যোগদান করেছেন। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, এদিন ৩০০ জন মুসলিম সম্প্রদায়ের শাসকদলের কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। আগামীতে আরও যোগদান করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top