কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কালীঘাট চত্বরকে, কেন?

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কালীঘাট চত্বরকে, কেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুড়ে

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কালীঘাট চত্বরকে, কেন?  রাজ্যের চারটি বিধানসভা উপ নির্বাচনে ব্যাবধান বাড়িয়ে জয়ী হলো  তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা  কেন্দ্রের উপনির্বাচনেই জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থীরা। নির্বাচনী ফলাফলে তৃণমূলের  ধারেকাছে নেই বিজেপি। চার চারটি কেন্দ্রে জিতে তৃণমূল বিধানসভায়  পৌঁছে গেল ২১৭ টি আসনে।

 

পশ্চিমবঙ্গের চারটি   বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে  অভাবনীয় এই জয়ের পরেই বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গের   দিনহাটা, গোসাবা, খড়দা এবং শান্তিপুরে ভোট গণনা ছিল এদিন। গণনা শুরু হতেই যে ট্রেন্ড সামনে আসতে শুরু করেছিল তাতে স্পষ্ট ছিল তৃণমূলের জয় জয়কার শুধু সময়ের অপেক্ষা। তবে ভোটের মার্জিন নিয়েই চিন্তা বাড়ছিল। কিন্তু বেলা গড়াতেই প্রতি মুহূর্তে বদলে যেতে থাকে ছবিটা।

 

প্রধান বিরোধী শক্তি বিজেপিকে পিছণে ফেলে সমস্ত জায়গাতে এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থীরা। কিন্তু যে ছবিটা সামনে এসেছে তাতে অবশ্যই চিন্তার ভাঁজ পড়ার মতো অবস্থা বিজেপির কাছে। একাধিক কেন্দ্রে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়জয়কার তৃণমূল প্রার্থীদের।

 

গতবারের বিজেপি তাঁদের জেতা আসনেও তেমনটা প্রভাব ফেলতে পারেনি। আর এরপরেই উচ্ছ্বসিত তৃণমূল। জয়জয়কারের পরেই টুইট  করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

আর ও   পড়ুন    নিজের রিভলবার দিয়ে আত্মহত্যা করলেন বিএসএফ জওয়ান

 

অন্যদিকে, সমস্ত জায়গাতেই তৃণমূলের জয় জয়কার। সেলেব্রেশনে মেতে উঠেছেন তৃণমূলের  নেতা কর্মীরা। আর এরপরেই কড়া নির্দেশিকা জারি করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড  অভিষেক বন্দ্যোপাধ্যায়।  অতিমারীর কথা মাথায় রেখে এমন আনন্দের মুহূর্তেও সংযত থাকার নির্দেশ দিলেন তিনি। তিনি জানিয়েছেন, কোনও রকম বিজয় উতসব করা যাবে না। ইতিমধ্যে জেলা নেতৃত্বকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

এদিন ভোটের ফলাফলেত ট্রেন্ড বুঝেই ঘরমুখী হতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা। এদিন ভোটে তৃণমূলের জয় জয়াকারের পরেই কালীঘাটে তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকদের ভীড় বাড়তে শুরু করে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কালীঘাট চত্বরকে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top