মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান তৃণমূল ছাত্র পরিষদএর। এবার পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনার বিরুদ্ধে সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এবিএস মহাবিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করা হল সোমবার। নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর সন্তু বারিক।
জেলা ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর সন্তু বারিক বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ মত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ব্লকে ব্লকে। যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ বাড়ছে। এর ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষকে দিন কাটাতে হবে। অথচ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার চুপ করে বসে রয়েছে। তাই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এদিন ওই মিছিলের আয়োজন করা হয়।
তিনি সর্বস্তরের মানুষকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং পেট্রোল ,ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর প্রতিদিন বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। যার ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। সাধারণমানুষ চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। তাই প্রতিটি মানুষের উচিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়া। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় সরকার যদি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম না কমায় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা।
আর ও পড়ুন ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল
উল্লেখ্য, এবার পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনার বিরুদ্ধে সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এবিএস মহাবিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করা হল সোমবার। নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর সন্তু বারিক। জেলা ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর সন্তু বারিক বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ মত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ব্লকে ব্লকে। যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ বাড়ছে। এর ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষকে দিন কাটাতে হবে। অথচ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার চুপ করে বসে রয়েছে।