পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে গান বেঁধেছে মালদার গম্ভীরা দল। দিনের পর দিন হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। আর তার জন্য গান বেঁধেছ মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা দল গান বেঁধেছে। পেট্রোলের দাম 120 টাকা এই রাম রাজত্বে গ্যাস কিনতে বাধ্য মানুষ ১০০০ টাকাতে ।সরকারি ক্ষেত্রে নিয়োগ বন্ধ বেকার যুবকের কপাল মন্দ ।আত্মনির্ভর ভারত গড়তে শুরু করেছে দেশ বেস্তে।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান বাঁধছেন মালদার ইংরেজবাজার শহরের কুতুবপুর গম্ভীরা দলের শিল্পীরা।মহাদেবকে সামনে রেখে শিল্পীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন তাদেরই লেখা ও সুরে গানের মাধ্যমে। মালদার ইংরেজবাজার শহরের কুতুবপুর গম্ভীরা দল স্বাধীনতার আগে থেকেই তাদের পথ চলা শুরু। ১৯৪১ সালে তাদের এই দলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত গম্ভীরা শিল্পী গোবিন্দলাল শেঠ, ও গোপীনাথ শেঠ।
স্বাধীনতা সংগ্রামী বিষয়ের উপরে বহু গান তারা রচিত করেছেন। সেই সময় কালে গান গাইতে গিয়ে অনেক শিল্পী ব্রিটিশদের হাতে অত্যাচারিত হয়েছেন। আজকে সেই দল বর্তমান ভারতবর্ষের সমাজের বাস্তব চিত্রকে তাদের প্রতিবাদী গান হিসেবে জনগণের কাছে তুলে ধরছেন। ভারত বর্ষে দিনে দিনে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে ডিজেল পেট্রোল তেল শাকসবজি ফল মূল্যবৃদ্ধির এই প্রতিবাদ গান বাঁধছেন কুতুবপুর গম্ভীরা দল শিল্পীরা।
আর ও পড়ুন রাস্তার সাবওয়ের দাবিতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ
প্রতিদিনই তাদের রেওয়াজ চলছে। ইংরেজবাজার শহরের কুতুবপুর এলাকায় তাদের এক শিল্পীর বাড়িতে বসে গান চর্চা করছেন শিল্পীরা বর্তমানে এই দলের গান লেখা ও পরিচালক প্রশান্ত শেঠ। গম্ভীরা দলের মুখ্য ভূমিকায় রয়েছেন শিল্পী অশোক চক্রবর্তী মহাদেব অংশগ্রহণ করছেন তার নাম কার্তিক বর্মণ।
গম্ভীরা দল শিল্পী অশোক চক্রবর্তী জানান, গম্ভীরা গান স্বাধীনতা সংগ্রামে অংশ করেছিল আজকে এই গম্ভীরা শিল্পীদের গান সাধারণ মানুষের কথা তুলে ধরে। বর্তমান সমস্যা যে হারে রান্নার গ্যাস ডিজেল-পেট্রোল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে সেক্ষেত্রে সাধারণ মানুষ চরম বিপদে পড়েছে। তাদের কথা ভেবে আজকে গম্ভীরা দল মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান বাঁধছেন।এই গান নিয়ে শহরের রাজ পথে প্রতিবাদ জানাবো। মানুষকে বোঝাবো।