পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে দিনে দিনে ফলের দাম বাড়ছে

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে দিনে দিনে ফলের দাম বাড়ছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মূল্যবৃদ্ধির

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে দিনে দিনে ফলের দাম বাড়ছে। একদিকে রোজা অন্যদিকে ধর্মীয় মাস বৈশাখ মাসে ফল কিনতে বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে।মালদার বাজারেও ক্রেতাদের এই মরশমে ফল কিনতে পুরছ হাত।মূল্যবৃদ্ধির ফলে এবারে রোজার বাজারে তেমন ফলের চাহিদা নেই বলে জানাচ্ছেন ফল বিক্রেতারা।

 

সোমবার সকালে ইংরেজবাজার শহরের চিত্তরঞ্জন মার্কেট,রথবাড়ি বাজার ফল বাজারে তেমন কেনাকাটার ভিড় দেখা গেল না।ফল বিক্রেতা দেবব্রত সাহা জানান করোনার সময়কালেও রোজার সময় আমরা ফল ভালো ভাবে বিক্রি করে ছিলাম। কিন্তু এইবারে রোজাই বাজার নেই তেমন।

 

আর ও পড়ুন    তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা

 

পেট্রোল-ডিজেলের পাশাপাশি ফলের দাম বাড়ছে। ফলের পাশাপাশি ড্রাই ফুড খেজুরের দাম আকাশছোঁয়া। বাজারে আসা এক ক্রেতা আব্দুল আলীম জানান এবারের রোজা কি করে করব বুঝে উঠতে পারছিনা পেট্রোল-ডিজেলের পাশাপাশি ফলের দাম আকাশছোঁয়া রোজায় খাব কি সেটাও বুঝতে পারছিনা। পেট্রোল-ডিজেলের পাশাপাশি ফলের দাম বাড়ছে। মধ্যবিত্ত মানুষদের বাঁচার উপায় নেই।

 

প্রতিনিয়ত ও জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে সেভাবে মানুষের রোজগার বাড়ছে না। বাজারে এসে ফল কিনতে হিমশিম খেতে হচ্ছে।অন্যদিকে ধর্মীয় মাস বৈশাখে ফলের বাজার আগুন থাকায় অল্প ফলে পূজো করতে হচ্ছে ভক্তদর।

 

উল্লেখ্য, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে দিনে দিনে ফলের দাম বাড়ছে। একদিকে রোজা অন্যদিকে ধর্মীয় মাস বৈশাখ মাসে ফল কিনতে বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে।মালদার বাজারেও ক্রেতাদের এই মরশমে ফল কিনতে পুরছ হাত।মূল্যবৃদ্ধির ফলে এবারে রোজার বাজারে তেমন ফলের চাহিদা নেই বলে জানাচ্ছেন ফল বিক্রেতারা।

 

সোমবার সকালে ইংরেজবাজার শহরের চিত্তরঞ্জন মার্কেট,রথবাড়ি বাজার ফল বাজারে তেমন কেনাকাটার ভিড় দেখা গেল না।ফল বিক্রেতা দেবব্রত সাহা জানান করোনার সময়কালেও রোজার সময় আমরা ফল ভালো ভাবে বিক্রি করে ছিলাম। কিন্তু এইবারে রোজাই বাজার নেই তেমন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top