পেট্রল ডিজেল সহ একাধিক পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল লাউদহ এলাকায় তৃণমূল কংগ্রেস। প্রতিনিয়ত দ্রব্য মূল্য বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। এবার এর প্রতিবাদে শনিবার বিকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ এলাকায় লাউদহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হল প্রতিবাদ মিছিল ও পথ সভার । এদিন তৃণমূল কংগ্রেসের ওই প্রতিবাদ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ, জেলা তৃণমূল কমিটির দুই সদস্য ভাগবৎ মান্না, শান্তনু ভৌমিক সহ অন্যান্যরা। ওই পথসভা থেকে বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন।
এদিন তিনি বলেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যে ভাবে কেন্দ্র সরকার দিনের পর দিন বাড়িয়ে চলছে তাতে সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের সবাইকে এক জোট হয়ে লড়তে হবে। সঙ্ঘবধ হয়ে কেন্দ্রের জন বিরোধী নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো। সেইসঙ্গে তিনি আরো বলেন যে আসানসোল লোকসভা কেন্দ্রে দু বারেই বিজেপি জয়লাভ করেছিল। কিন্তু এইবার আসনসোলের মানুষ উন্নয়ন এর প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনে করেছেন ।তাই আসানসোল লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আগামীদিনে বাংলায় বিজেপি আর থাকবে না। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
আর ও পড়ুন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন
উল্লেখ্য, প্রতিনিয়ত দ্রব্য মূল্য বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। এবার এর প্রতিবাদে শনিবার বিকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ এলাকায় লাউদহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হল প্রতিবাদ মিছিল ও পথ সভার । এদিন তৃণমূল কংগ্রেসের ওই প্রতিবাদ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ, জেলা তৃণমূল কমিটির দুই সদস্য ভাগবৎ মান্না, শান্তনু ভৌমিক সহ অন্যান্যরা। ওই পথসভা থেকে বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। এদিন তিনি বলেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যে ভাবে কেন্দ্র সরকার দিনের পর দিন বাড়িয়ে চলছে তাতে সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।