নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,২৯ নভেম্বর,২০২০: প্রায় একমাস আগে একটি অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল রাজারহাট জলাশয় থেকে। এরপর ওই ব্যক্তির সঠিক পরিচয় থেকে ওই ব্যক্তিকে কারা খুন করেছে তার কিনারা বের করবে পুলিশ। এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তবে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের প্রায় ১০দিন কেটে যাওয়ার পরেও এখনো পুলিশ গ্রেফতার করেনি কাউকে। সেই প্রতিবাদেই আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজারহাট নারায়ণপুর। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ আটক করে স্থানীয় বাসিন্দা সহ টোটোচালকবৃন্দ। প্রসঙ্গত,বেশ কিছুদিন আগে টোটো নিয়ে মৌসদ আলি মোল্লা ওরফে ‘রাজা’ রাজারহাট গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরেন নি তিনি। এরপরে একটি জলাশয় থেকে এক মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে জানা যায় ওই মৃতদেহটি রাজার। এরপরে পুলিশ রাজার পরিবারকে দোষীর উপযুক্ত শাস্তির আশ্বাস দিলেও এখনও পর্যন্ত দোষী অধরা। এমনকি, ওই এলাকার বাসিন্দা প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জিও এই বিষয় কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।