নিজস্ব সংবাদদাতা, নদীয়া , ২৮ শে এপ্রিল : মৃতদেহ সৎকার করে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের।মৃতদের মধ্যে ২ জন মহিলা ও দুই জন পুরুষ।রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার ভালুকায়।সূত্রের খবর,নবদ্বীপ থানার কানাইনগর এলাকার বাসিন্দা এক বৃদ্ধার দেহ সৎকারের জন্য একটি 407 গাড়ী ভাড়া করে নবদ্বীপ শ্মশানে যান তার পরিবারের ও স্থানীয় লোকজন।অভিযোগ,রবিবার ভোরে সৎকার শেষে ফেরার পথে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে 407টি।এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের,আহত হন কমপক্ষে ১৫ জন।পরে আহতদের কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুই মহিলা সহ মৃত্যু হয় আরও 3 জনের।আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মৃতদেহ সৎকার করে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের
মৃতদেহ সৎকার করে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram