মৃত ডলফিন উদ্ধার। কাটোয়ার দাঁইহাটে ভাগীরথীর তীর ঘেঁষে একটি মৃত ডলফিন ভাসতে দেখা যায়। বনদপ্তরকে খবর দেওয়া হলে বনদপ্তর এসে মৃত ডলফিনকে উদ্ধার করে। ডলফিন মৃত্যুর খবর পেয়ে দেহ উদ্ধারে আসেন ‘ডলফিন মিত্র’ গণেশ চৌধুরীও।
জানা যায়, মৃত ডলফিনের বয়স আনুমানিক পাঁচ মাস। ডলফিনটির মুখে জখমের চিহ্ন দেখা গিয়েছে। মাছ ধরার জালে আটকেই শিশু ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ডলফিন মিত্র গণেশ চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন, “এ বছর এই এলাকায় ৮ টি ডলফিনের জন্ম হয়েছে। কিন্তু ক্রমাগত ডলফিনের মৃত্যুর কারণে এই এলাকায় ডলফিনের সংখ্যা সেভাবে বাড়ছে না।
গত বছর প্রায় ১০ টি ডলফিনের মৃত্যু হয়েছে কাটোয়ার সংলগ্ন ভাগীরথীতে। ফের এদিন একটা মৃত ডলফিন উদ্ধার হল।“ কাটোয়া বনাঞ্চলের ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ সিনহা সাংবাদিককে বলেন, ‘একটি ডলফিনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ জানতে বর্ধমানে দেহটি পাঠানো হচ্ছে। সেখানেই ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি এই এলাকায় ডলফিন বাঁচাতে সচেতনতায় আমরা আরও জোর দেব।’
আরও পড়ুন – কোচবিহার জেলার এক তাঁত শ্রমিকের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য
উল্লেখ্য, মৃত ডলফিন উদ্ধার। কাটোয়ার দাঁইহাটে ভাগীরথীর তীর ঘেঁষে একটি মৃত ডলফিন ভাসতে দেখা যায়। বনদপ্তরকে খবর দেওয়া হলে বনদপ্তর এসে মৃত ডলফিনকে উদ্ধার করে। ডলফিন মৃত্যুর খবর পেয়ে দেহ উদ্ধারে আসেন ‘ডলফিন মিত্র’ গণেশ চৌধুরীও।
জানা যায়, মৃত ডলফিনের বয়স আনুমানিক পাঁচ মাস। ডলফিনটির মুখে জখমের চিহ্ন দেখা গিয়েছে। মাছ ধরার জালে আটকেই শিশু ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ডলফিন মিত্র গণেশ চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন, “এ বছর এই এলাকায় ৮ টি ডলফিনের জন্ম হয়েছে। কিন্তু ক্রমাগত ডলফিনের মৃত্যুর কারণে এই এলাকায় ডলফিনের সংখ্যা সেভাবে বাড়ছে না।
গত বছর প্রায় ১০ টি ডলফিনের মৃত্যু হয়েছে কাটোয়ার সংলগ্ন ভাগীরথীতে। ফের এদিন একটা মৃত ডলফিন উদ্ধার হল।“ কাটোয়া বনাঞ্চলের ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ সিনহা সাংবাদিককে বলেন, ‘একটি ডলফিনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ জানতে বর্ধমানে দেহটি পাঠানো হচ্ছে। সেখানেই ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি এই এলাকায় ডলফিন বাঁচাতে সচেতনতায় আমরা আরও জোর দেব।’