মুর্শিদাবাদ – বেলডাঙা থানার মহেশপুর তাতলা পাড়া এলাকায় মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান সাংসদ ইউসুফ পাঠান। রবিবার সকালে বেলডাঙার বিধায়ক ও দলীয় নেতাদের সঙ্গে পরিযায়ীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউসুফ পাঠান জানান, “পরিযায়ীদের সুরক্ষা নিয়ে আমি আগেও চিঠি দিয়েছি। দুঃখজনক এই ঘটনার কারণে পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এছাড়া পরিবারের শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে।”
এবারের উদ্যোগে রাজনৈতিক ও মানবিক দায়িত্ব দুটোই দেখাতে পেরেছেন সাংসদ। স্থানীয়রা বলেন, এই ধরনের পদক্ষেপে পরিবারে কিছুটা স্বস্তি এসেছে এবং সমাজে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছেছে।




















