মৃত ভেবে বিশাল কুমিরকে লাঠির খোঁচা, লেজ ধরতেই ঝাঁপাল জলের দানব!

মৃত ভেবে বিশাল কুমিরকে লাঠির খোঁচা, লেজ ধরতেই ঝাঁপাল জলের দানব!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – নদীর জলে মড়ার মতো ভেসে আসছিল বিশাল এক কুমির। নৌকায় করে যাচ্ছিলেন একদল জেলে। কৌতূহলে এগিয়ে গিয়ে লাঠির খোঁচা মারলেন, কেউ বা ধরলেন লেজ। আচমকা তেড়ে এলো কুমির। জলজ দানবের এমন আক্রমণে আতঙ্কে চিৎকার করে উঠলেন সকলে।

ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘hiyareyourjumpscare’ থেকে আপলোড হওয়া এই ভিডিও ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভিডিওতে দেখা যায়, ভেসে আসা কুমিরটিকে মৃত ভেবে কেউ লাঠি দিয়ে মুখে খোঁচা মারছেন, কেউ আবার লেজ ধরে টানছেন।

হঠাৎই কুমিরটি দিশাহারা করে উঠে পড়ে জেলেদের দিকে ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে কাঁপতে থাকেন সবাই। সৌভাগ্যবশত, কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ভিডিওটি ঘিরে সমাজমাধ্যমে তৈরি হয়েছে চাঞ্চল্য। বহু নেটাগরিক কুমিরটিকে উত্ত্যক্ত করার ঘটনায় ক্ষুব্ধ। অনেকেই একে “বিপজ্জনক বোকামি” বলে মন্তব্য করেছেন। ভিডিও দেখে এক জন লিখেছেন, “ভয়ঙ্কর! এটা একদমই মজা করার বিষয় নয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top