নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৮ ই আগস্ট :বৃহস্পতিবার সকালে মৃত সদ্যজাত প্রসব ঘিরে উত্তেজনা বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটিতে। প্রসূতির পরিবারের অভিযোগ, ডাক্তার এবং নার্সদের গাফিলতিতে ঘটেছে এমন ঘটনা।প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, পুলিশে চাকরি করা তুহিনা পারভিন নামে ওই প্রসূতি মহিলা ওই প্রসূতি মহিলা কলকাতায় থাকেন। প্রসব যন্ত্রণা নিয়ে গত বুধবার সকাল আটটা নাগাদ সিউড়ি সিউড়ি সুপার স্পেশালিটিতে আসেন। তারপর সারাদিন ওই গর্ভবতী মহিলার সুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাত্রি দেড়টা নাগাদ ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাকে নার্সেরা নিয়ে যায় প্রসূতি বিভাগে।
এরপর পরিবারের অভিযোগ, সে সময় দেখা মেলেনি ডাক্তারের। ডাক্তারের দেখা না মেলার সাথে সাথে নার্সদের বিরুদ্ধে অভিযোগ আদৌ ডাক্তারকে কল করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।আজ সকালে ডাক্তার হাসপাতলে এসে সন্তান প্রসব করালে দেখা যায় সেই সন্তান মৃত। এরপরই প্রসূতির পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার সব্যসাচী মন্ডলের বিরুদ্ধে হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানান তারা।