ত্বকের যত্নে ও মেকআপ ব্যবহারে গোলাপ জলের ব্যবহার বিধি। বহুযুগ থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে।ত্বক শুষ্ক হোক কিংবা তৈলাক্ত, সব ধরণের ত্বকে মানিয়ে যায় প্রাকৃতিক এই নির্যাস। নানাবিধ উপকারী গুণের কারণে এর জনপ্রিয়তা আজ বিশ্বব্যাপী।
ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গোলাপ জলের ব্যবহার করা হয়। বিশ্বে রূপচর্চা থেকে শুরু করে মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতেও গোলাপ জল ব্যবহার হয়ে আসছে। তবে গোলাপ জলের পূর্ণ কার্যকারিতা পেতে হলে কেনার আগে দেখে নিন গোলাপ জলটি ১০০% খাঁটি কিনা। এবার চলুন জেনে নেয়া যাক, ত্বকের যত্নে ও মেকআপ ব্যবহারে গোলাপ জলের ব্যবহার বিধি।
টোনার হিসেবে গোলাপ জল খুবই উপকারী। গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল কন্ট্রোল হয় এবং ত্বকের পি এইচ ভারসাম্য বজায় থাকে। ফেইস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলেও আমাদের ত্বকের ভেতরে ময়লা জমে থাকে। টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করলে তা ত্বকের ভেতর থেকে সব ধরনের ময়লা বের করে এনে ত্বককে পরিষ্কার রাখে।
আর ও পড়ুন আপনি যদি পাখির রাজত্বে হারিয়ে যেতে চান, তা হলে চলে আসুন এখানে
শুধু তাই নয় চোখের ক্লান্তি দূর করতেও গোলাপ জল ব্যাভার করতে পারেন। যেমন ধ্রুন- রাতে ঘুম কম হয়েছে? ক্লান্ত দেখাচ্ছে? এক কাজ করুন, ঠান্ডা গোলাপ জল নিন, তাতে তুলা ভিজিয়ে তুলাগুলো চোখের উপর দিয়ে চুপচাপ বসে থাকুন কয়েক মিনিট। চোখের জ্বালাভাব যেমন কমবে, চোখদুটো দেখাবে সজীব।
উল্লেখ্য,বহুযুগ থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে।ত্বক শুষ্ক হোক কিংবা তৈলাক্ত, সব ধরণের ত্বকে মানিয়ে যায় প্রাকৃতিক এই নির্যাস। নানাবিধ উপকারী গুণের কারণে এর জনপ্রিয়তা আজ বিশ্বব্যাপী। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গোলাপ জলের ব্যবহার করা হয়। বিশ্বে রূপচর্চা থেকে শুরু করে মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতেও গোলাপ জল ব্যবহার হয়ে আসছে। তবে গোলাপ জলের পূর্ণ কার্যকারিতা পেতে হলে কেনার আগে দেখে নিন গোলাপ জলটি ১০০% খাঁটি কিনা। এবার চলুন জেনে নেয়া যাক, ত্বকের যত্নে ও মেকআপ ব্যবহারে গোলাপ জলের ব্যবহার বিধি।
ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গোলাপ জলের ব্যবহার করা হয়। বিশ্বে রূপচর্চা থেকে শুরু করে মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতেও গোলাপ জল ব্যবহার হয়ে আসছে। তবে গোলাপ জলের পূর্ণ কার্যকারিতা পেতে হলে কেনার আগে দেখে নিন গোলাপ জলটি ১০০% খাঁটি কিনা। এবার চলুন জেনে নেয়া যাক, ত্বকের যত্নে ও মেকআপ ব্যবহারে গোলাপ জলের ব্যবহার বিধি।