মেঘ ও রোদের লুকোচুরি খেলায় নাজেহাল প্রতিমা শিল্পীরা

মেঘ ও রোদের লুকোচুরি খেলায় নাজেহাল প্রতিমা শিল্পীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেঘ ও রোদের লুকোচুরি খেলায় নাজেহাল প্রতিমা শিল্পীরা। ক্যালেন্ডারের পাতায় আশ্বিন মাসের শুরু। রাস্তার পাশে হাওয়ায় দোল খাওয়া কাশফুল জানান দেয় শারদীয়া জাগ্রত দ্বারে। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় শরতের নীল আকাশে পেজা পেজা তুলোর মতো সাদা মেঘের জায়গায় কালো মেঘের ঘনঘটা। কালো মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি খেলা। থেকে থেকে বৃষ্টি কার্যত দিশেহারা করে দিয়েছে প্রতিমা শিল্পীদের।

 

দুর্গাপুজো এবার কিছুটা এগিয়ে এসেছে। অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো। মহালয়ার আগমনী সুরে শরৎ প্রকৃতি সেজে ওঠে মহামায়া দুর্গার আগমনে। দিকে দিকে পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। কিন্তু বৃষ্টির কারণে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ ব্যাহত হচ্ছে। রাত পোহালেই পূজো, এমতাবস্থায় প্রতিমা নির্মাণের জন্য রৌদ্রকরোজ্জল আবহাওয়ার প্রয়োজন।

আরও পড়ুন – স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের

কিন্তু বর্তমানে মেঘ বৃষ্টির খেলায় শিল্পীরা স্বাভাবিক উপায়ে প্রতিমা শুকনো করতে পারছেন না।অন্যদিকে সময়ের মধ্যে প্রতিমা সম্পূর্ণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তাঁরা। ফলে বাধ্য হয়েই কৃত্রিম উপায়ে প্রতিমা শুকনো করতে হচ্ছে তাঁদের। কৃত্রিমউপায়ে প্রতিমা শুকিয়ে নিলেও রঙ করার সময় রঙের উজ্জ্বলতা ফিকে পড়ছে।

 

দুবছর করোনার কালে সেভাবে বরাত না এলেও এবার ছোট বড় মিলিয়ে দুর্গা প্রতিমা তৈরীর বরাত পেয়েছেন শিল্পীরা। যার মধ্যে বেশিরভাগ থিমের দুর্গা প্রতিমা নির্মাণের বরাত। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় বৃষ্টির কারণে প্রতিমা নির্মাণের কাজে বাধা পাচ্ছেন মৃৎশিল্পীরা।যার জেরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার দুর্গা প্রতিমা নির্মাণ শিল্পীরাই সমস্যার মুখে। তবুও দিনরাত এক করে কাজ করছেন, সময়ে দুর্গা প্রতিমা মন্ডপে পৌঁছে দেওয়ার জন্য।

 

মেঘ ও রোদের লুকোচুরি খেলায় নাজেহাল প্রতিমা শিল্পীরা। ক্যালেন্ডারের পাতায় আশ্বিন মাসের শুরু। রাস্তার পাশে হাওয়ায় দোল খাওয়া কাশফুল জানান দেয় শারদীয়া জাগ্রত দ্বারে। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় শরতের নীল আকাশে পেজা পেজা তুলোর মতো সাদা মেঘের জায়গায় কালো মেঘের ঘনঘটা। কালো মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি খেলা। থেকে থেকে বৃষ্টি কার্যত দিশেহারা করে দিয়েছে প্রতিমা শিল্পীদের।  লুকোচুরি খেলায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top