মেচগ্রামে বিশ্বকর্মা পুজোর মেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২

মেচগ্রামে বিশ্বকর্মা পুজোর মেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুরের মেচগ্রামে বিশ্বকর্মা পুজোর মেলা চলাকালীন ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার রাতে জাতীয় সড়কের ধারে এক ট্রেলারের ধাক্কায় উল্টে যায় একটি ট্রাভেলার গাড়ি। ঘটনায় প্রাণ হারান দু’জন, আহত হন অন্তত দশজন। দুর্ঘটনার জেরে মেলায় হইচই ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার মেচগ্রাম মোড়ের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে মেলা চলছিল। রবিবার সন্ধ্যা থেকেই সেখানে উপচে পড়েছিল ভিড়। রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতাগামী একটি ট্রাভেলার গাড়ির পেছনে দ্রুতগতির একটি ট্রেলার ধাক্কা মারে। তাতেই ট্রাভেলার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেলার ভেতর উল্টে যায় এবং বহু মানুষ চাপা পড়েন।

দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনের। তাঁদের মধ্যে একজন মেলা কমিটির সম্পাদক বিজয় বেরা। অন্যজন হাওড়ার শ্যামপুরের বাসিন্দা রিয়া জানা (৩০), যিনি মেলা দেখতে এসেছিলেন। আহত হন অন্তত দশজন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে কলকাতা ও তমলুক মেডিক্যাল কলেজে রেফার করা হয়। একজনকে ভর্তি করা হয়েছে পীতপুর হাসপাতালে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় মেলায় কর্তব্যরত ট্র্যাফিকের এএসআই বিজয় মণ্ডলও আহত হন। তিনি নন্দকুমার ট্র্যাফিক থেকে মেলার নিরাপত্তার দায়িত্বে এসেছিলেন। ঘটনার পর পুলিশ ও ট্র্যাফিক বিভাগ দ্রুত উদ্ধারকাজে নামে। দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি আটক করা হলেও ঘাতক ট্রেলারের চালক পলাতক। তাঁকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top