মেজিয়ায় বজ্রপাতে আহত ৫

মেজিয়ায় বজ্রপাতে আহত ৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেজিয়ায় বজ্রপাতে আহত ৫। বৃহস্পতিবার দুপুরে আচমকা বাজ পড়ে গুরুতর জখম হলেন বাঁকুড়ার মেজিয়ার চার জন যুবক ও এক গৃহবধু। তাদেরকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মেজিয়া থানার মাতাবেল ও তারাপুর গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়, এদিন মাতাবেল গ্রামে ভীম ঘোষের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। দুপুরে অনুষ্ঠান শেষে অতিথিদের খাওয়ানো হচ্ছিল।

 

গ্রামের কিছু যুবক ছেলে ক্যাটারিং টিম করেছেন। তাদেরই কয়েকজন শ্রাদ্ধ বাড়িতে অতিথি অভ্যাগতদের খাওয়ানোর পরিবেশন করছিলেন। সেই সময় মূষলধারে বৃষ্টি নামে। ১টা ২৫ নাগাদ বৃষ্টি থামতেই ৪ জন যুবক বাড়ির ছাদে যান গুমোট অবস্থা থেকে ঠান্ডা বাতাস নেওয়ার জন্য। তখনই আচমকা বাজ পড়ে। তাতে ৪ জন যুবকই সংজ্ঞা হারিয়ে ছাদে পড়ে যান।

 

শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেজিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ যুবককে মেজিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সকলের প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। জানা যায় ওই একই সময়ে পার্শ্ববর্তী তারাপুর গ্রামের শিবাণী গোপ নামে বছর সাতচল্লিশ এর এক গৃহবধুও গুরুতর ভাবে জখম হয়ে মেজিয়া হাসপাতালে আসেন।

আরও পড়ুন – বিজেপি করায় ব্যবসায়ীদের দোকান বন্ধের হুমকি!

তাকেও বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে শিবাণী দেবী তখন বাড়ির উঠোনে বাসন মাজছিলেন। সেই সময়ে বাজ পড়ে। মাতাবেল গ্রামে জখম ৪ জনের নাম কৃষ্ণ ঘোষ, বিষ্ণু পাল, উত্তম পাল ও অজয় ঘোষ। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জন্মেঞ্জয় বাউরী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রবিলোচন গোপ ও মেজিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ গোপ । মেজিয়ায় বজ্রপাতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top