ভাইরাল – কোলে ব্যাগ নিয়ে মেট্রোয় বসেছিলেন এক তরুণ। ক্লান্ত হয়ে বার বার ঘুমে ঢলে পড়ছিলেন তিনি। তাঁর পাশে অন্য যাত্রীরাও বসে ছিলেন। জায়গা না পেয়ে কেউ কেউ আবার দাঁড়িয়ে ছিলেন। ঘুমে ঢলে পড়া ওই তরুণের সামনে দাঁড়িয়েছিলেন এক তরুণী। ক্লান্ত তরুণকে দেখে সামনে এগিয়ে এলেন তিনি। তরুণের খুব কাছাকাছি দাঁড়ালেন। কিছু ক্ষণ সে ভাবে দাঁড়িয়ে তরুণের মাথা নিজের দিকে টেনে নিলেন তরুণী যাত্রী।তরুণের মাথায় হাত বুলিয়ে তাঁকে যেন ‘ঘুম পাড়িয়ে’ দিতে শুরু করলেন তিনি। তরুণও দিব্যি ঘুমোচ্ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে চমকে ওঠেন তিনি। লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে যান। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
‘বিজয়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেট্রোয় এক তরুণী যাত্রীর গায়ে মাথা রেখে এক তরুণ ঘুমিয়ে পড়েছেন। অপরিচিত তরুণের মাথায় হাত বুলিয়ে তাঁকে যেন ‘ঘুম পাড়িয়ে’ দিচ্ছেন ওই তরুণী। ঘটনাটি দিল্লি মেট্রোর। তবে কবেকার ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি। আসলে, মেট্রোর ভিতর বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েছিলেন এক তরুণী। তাঁর সামনে কোলে ব্যাগ রেখে বসেছিলেন এক তরুণ। মেট্রোয় বসে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছিল তাঁর। বার বার সামনের দিকে মাথা ঝুঁকিয়ে ফেলছিলেন তিনি। তরুণের এই অবস্থা দেখে তাঁর কাছাকাছি দাঁড়ান তরুণী যাত্রী।কিছু ক্ষণ কাছাকাছি দাঁড়িয়ে থাকার পর তরুণকে কাছে টেনে তাঁর মাথায় হাত বুলিয়ে যেন ঘুম পাড়াতে শুরু করেন। তরুণ তখনও ঘুমে কাদা। কয়েক সেকেন্ড পর ঘুম ভাঙে তাঁর। অপ্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে সরে যান তরুণ। ক্লান্ত চোখমুখ নিয়ে, লজ্জায় অন্য দিকে তাকিয়ে থাকেন তিনি। তরুণীর মুখও লজ্জায় লাল হয়ে যায়। তবে তরুণীর ঠোঁটে দেখা যায় দুষ্টু হাসি।ভিডিয়োটি দেখে নেটব্যবহারকারীদের একাংশের অনুমান, সেই তরুণ-তরুণী একে অপরের পরিচিত। হয় তো তাঁরা সম্পর্কেও থাকতে পারেন। অন্য একাংশের দাবি, তাঁরা একেবারেই অপরিচিত। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আহা! অফিস থেকে ফেরার সময় আমিও তো এ ভাবে ঢুলতে থাকি। তখন যদি এমন কাউকে পেতাম! মেট্রোর ভিড়ে তখন টেকা দায় হয়ে পড়ে।’’
