নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি, মেট্রোরেলের অনুষ্ঠানে ডাক না পেয়ে যত না কষ্ট পেয়েছেন তার থেকে দিল্লিতে কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক না পেয়ে বেশি কষ্ট পেয়েছেন মমতা। রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিল্লীতে যাতে আপ জেতেন তার জন্য উপোবাস করলেন কালিঘাটে পূজো দিলেন কিন্তু আজ তাকেই ডাকলেন না কেজরিওয়াল। যাদের এক জায়গায় করে সর্ব ভারতীয় নেত্রী হতে চেয়েছিলেন তারাই আজ পাত্তা দিতে চাইছে না। আগামীকাল মন্ত্রীদের সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে দিলীপ ঘোষ বলেন, এর ফলে রাজ্য পালের সঙ্গে সম্পর্ক ভালো হবে পাশাপাশি রাজ্যের উন্নয়ন হবে। রাজ্যের সংবিধানিক প্রধানকে অপমান করে রাজ্যের ভালো হবে এটা সম্ভব নয়। যারা এই ধরনের অসম্মানের রাজনীতি করেন তারা অন্যের কাছ থেকে সম্মান চাইছেন এটাও সম্ভব নয়।