কলকাতা – কলকাতায় ফের অফিস টাইমে চরম দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা। যতীন দাস পার্ক ও নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝের অংশে মেট্রো লাইনে জল জমে যাওয়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে মেট্রো পরিষেবা। হঠাৎ করে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্য অফিসগামী যাত্রী। বহু যাত্রীকে বিকল্প পরিবহনের খোঁজে দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছে।
যাত্রীরা অভিযোগ করছেন, অফিস টাইমে এই ধরনের সমস্যার ফলে প্রতিদিনের যাতায়াত ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, জল সরানোর কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা।
