ভাইরাল – সমাজমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক ব্যতিক্রমী প্রেমঘটিত ঘটনার ভিডিও। মেট্রো স্টেশনে এক তরুণ প্রেমিকার পা ছুঁয়ে বারবার প্রণাম করছেন, আর পাশে দাঁড়িয়ে তরুণী খুশিতে নেচে উঠেছেন। ভিডিয়োটিতে অনেকে যেমন বিনোদনের খোরাক খুঁজে পেয়েছেন, তেমনই অনেকে কটাক্ষ করেছেন ‘দাসত্ব’ বলে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এক প্রেমিক-প্রেমিকা। তরুণীর হাতে রয়েছে একটি ফুলের তোড়া, আর তরুণ তাঁর পায়ের কাছে বসে আচমকা প্রণাম করতে শুরু করেন। একাধিকবার প্রেমিকার পায়ে হাত দিয়ে প্রণাম করতে থাকেন তিনি। প্রথমে তরুণী অবাক হলেও, পরে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এবং সেখানেই নাচতে শুরু করেন।
ভিডিয়োটি ‘সত্যেন্দ্র প্রতাপ’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। যদিও এই দৃশ্য কোথায় এবং কবে ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভিডিয়োটির সত্যতাও এখনও যাচাই করা হয়নি।
এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্ট ও লাইক উপচে পড়েছে। কেউ কেউ মজার মন্তব্য করেছেন, আবার কেউ কেউ তরুণের এমন আচরণকে ‘নাটকীয়’ কিংবা ‘পাকামো’ বলেও কটাক্ষ করেছেন।
এক নেটিজেন মজা করে লিখেছেন, “এই মুহূর্তে আমি এই ছেলেটির পুরুষত্বের সার্টিফিকেট বাতিল করছি।” আরেক জনের মন্তব্য, “অসাধারণ শিক্ষা! প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানকে এমন শিক্ষা দেওয়া।” তৃতীয় এক ব্যক্তি তির্যক মন্তব্য করেছেন, “এটা প্রেম নয়, নিখাদ দাসত্ব।”
