‘মেড ইন ইন্ডিয়া অস্ত্র জঙ্গিদমনে বড় ভূমিকা রাখছে’—থুথুকুরিতে দাবি প্রধানমন্ত্রীর

‘মেড ইন ইন্ডিয়া অস্ত্র জঙ্গিদমনে বড় ভূমিকা রাখছে’—থুথুকুরিতে দাবি প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



প্রধানমন্ত্রী – তামিলনাড়ুর থুথুকুরিতে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র এখন জঙ্গিদমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর কথায়, ভারতীয় অস্ত্রের ক্ষমতায় জঙ্গিরা এখন রাতেও আতঙ্কে থাকে। দেশের পরিকাঠামো উন্নয়নে এনডিএ সরকারের ভূমিকার কথাও তুলে ধরে মোদী আশ্বাস দেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তিনি আরও উল্লেখ করেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতের ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে ব্রিটেনে প্রবেশ করবে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তামিলনাড়ুর উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ইউপিএ সরকারের তুলনায় তিনগুণ বেশি অর্থ বরাদ্দ করেছে বলেও মোদী জানান। রেল ব্যবস্থার আধুনিকীকরণ এবং নতুন রেল প্রকল্পগুলির কথাও তিনি তুলে ধরেন, যার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ও উল্লম্ব পম্বন সেতুর নাম উল্লেখযোগ্য। এছাড়া থুথুকুড়ি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন এবং জাতীয় সড়ক উন্নয়নের ঘোষণাও করেন প্রধানমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top