মেদিনীপুর শহরের দুই কৃতি ছাত্র কে সংবর্ধনা জানালো তৃণমূল কংগ্রেস। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম ও অষ্টম স্থান অর্জন করেছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র রনিত সাউ, তার প্রাপ্ত নম্বর 687 ও দেব মাল্য নিয়োগী, তার প্রাপ্ত নম্বর 686। মাধ্যমিকের ওই দুই কৃতি ছাত্র কে শুক্রবার মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় ,তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গন। ওই দুই কৃতি ছাত্র কে ফুলের তোড়া, উত্তরীয়, স্মারক ,ফাইল ও মিষ্টির প্যাকেট দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় । তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম ও অষ্টম স্থান অর্জন করে মেদিনীপুর শহরের সম্মান সারা রাজ্যে পৌঁছে দিয়েছেন এই দুই ছাত্র। সেই জন্য এই দুই কৃতি ছাত্র কে সংবর্ধনা দিতে পেরে দল গর্বিত বলে তিনি জানান।
আরও পড়ুন – রাজভবন চলো ডাক অধীর রঞ্জন চৌধুরীর
আগামী দিনে ওই দুই ছাত্রের পড়াশোনার জন্য তিনি যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন । বিধায়ক দিনেন রায় ওই দুই ছাত্রের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে আগামী দিনে আরও ভালভাবে পড়াশুনা করে তারা যাতে মেদিনীপুর শহরের সুনাম অক্ষুন্ন রাখতে পারে তার জন্য ওই দুই ছাত্রকে তিনি শুভেচ্ছা জানান। তিনি বলেন মেদিনীপুর শহরের নাম রাজ্যের প্রতিটি কোনায় পৌঁছে দিয়েছে এই দুই ছাত্র । তাই মেদিনীপুর শহরের প্রতিটি মানুষ ওই দুই ছাত্রের সাফল্যে গর্বিত । সেই জন্য দলের পক্ষ থেকে ওই দুই ছাত্রকে দলীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয় বলে তিনি জানান।
উল্লেখ্য, মেদিনীপুর শহরের দুই কৃতি ছাত্র কে সংবর্ধনা জানালো তৃণমূল কংগ্রেস। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম ও অষ্টম স্থান অর্জন করেছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র রনিত সাউ, তার প্রাপ্ত নম্বর 687 ও দেব মাল্য নিয়োগী, তার প্রাপ্ত নম্বর 686। মাধ্যমিকের ওই দুই কৃতি ছাত্র কে শুক্রবার মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ।