মেমারিতে জমে উঠল ফুটবল খেলা। মেমারি ১ ব্লকের পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে ও পরিচালনায় স্বর্গীয় ছবি রানী মান্ডি স্মৃতি জয়ী কাপ ও স্বর্গত হরিণারায়ণ মূখার্জি স্মৃতি বিজিত কাপ ফুটবল অনুষ্ঠিত হল।আট দলীয় খেলা বেশ জমে উঠেছে।উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে,এই খেলায় প্রথম রাউন্ডে রহনি একাদশ কে হারিয়ে পি.ডবলিউ.ডি কলকাতা ১-০ গোলে জেতে।
রাজ একাদশ কে হারিয়ে রকি একাদশ ২-০ গোলে জয় পায়। মান্ডি একাদশ কে হারিয়ে সূর্য একাদশ ট্রাইবেকারে ২-১ গোলে জেতে এবং জাঙ্গিপাড়া মারাং বরু আদিবাসী ক্লাব ২-০ গোলে সোম্পিতা ও মোম্পিতা একাদশ কে হারিয়ে দেয়। সেমিফাইনালে প্রথম খেলায় মুখোমুখি হয়ে পি.ডবলিউ .ডি একাদশ ১-০ গোলে সূর্য একাদশ কে হারিয়ে ফাইনালে যায়। অপরদিকে দ্বিতীয় খেলায় রকি একাদশ ১-০ গোলে জাঙ্গিপাড়া মারাং বুরু ক্লাবে কে সেমিফাইনালে হারিয়ে দেয়। আয়োজকদের তরফে রাজু হাজরা জানান, এদিনের বেস্ট স্টপার পি.ডবলিউ.ডি. কোলকাতার শানু বিশ্বাস।
আরও পড়ুন – ভারতের ইতিহাসে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ
উল্লেখ্য, মেমারি ১ ব্লকের পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে ও পরিচালনায় স্বর্গীয় ছবি রানী মান্ডি স্মৃতি জয়ী কাপ ও স্বর্গত হরিণারায়ণ মূখার্জি স্মৃতি বিজিত কাপ ফুটবল অনুষ্ঠিত হল।আট দলীয় খেলা বেশ জমে উঠেছে।উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে,এই খেলায় প্রথম রাউন্ডে রহনি একাদশ কে হারিয়ে পি.ডবলিউ.ডি কলকাতা ১-০ গোলে জেতে। রাজ একাদশ কে হারিয়ে রকি একাদশ ২-০ গোলে জয় পায়।
মান্ডি একাদশ কে হারিয়ে সূর্য একাদশ ট্রাইবেকারে ২-১ গোলে জেতে এবং জাঙ্গিপাড়া মারাং বরু আদিবাসী ক্লাব ২-০ গোলে সোম্পিতা ও মোম্পিতা একাদশ কে হারিয়ে দেয়। সেমিফাইনালে প্রথম খেলায় মুখোমুখি হয়ে পি.ডবলিউ .ডি একাদশ ১-০ গোলে সূর্য একাদশ কে হারিয়ে ফাইনালে যায়। অপরদিকে দ্বিতীয় খেলায় রকি একাদশ ১-০ গোলে জাঙ্গিপাড়া মারাং বুরু ক্লাবে কে সেমিফাইনালে হারিয়ে দেয়। আয়োজকদের তরফে রাজু হাজরা জানান, এদিনের বেস্ট স্টপার পি.ডবলিউ.ডি. কোলকাতার শানু বিশ্বাস।