মেমারিতে তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ঋতব্রতর

মেমারিতে তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ঋতব্রতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেমারিতে তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ঋতব্রতর । মেমারিতে তৃণমূল শ্রমিক নেতা সুকান্ত হাজরা বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল আই এন টিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।শনিবার,তৃণমূল বাস ট্রেকার ওয়ারকার্স ইউনিয়নের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আইএনটিটিইউসি জেলা সভাপতি মহঃ সেলিমকে ঋতব্রত এই নির্দেশ দেন।সংগঠন সূত্রে জানা গিয়েছে,মিটিং এ ঋতব্রত নির্দেশ দেন ওই যে লোকটি বেআইনি ভাবে আই এন টি টি ইউ সি র অফিসঘর দখল করে রেখেছে সে আই এন টি টি ইউ সির কেউ নয়। ওই নেতার বিরুদ্ধে থানায় এফআইআর করুন। সংগঠনের নাম যত্রতত্র ব্যবহার করা যাবে না বলেও হুমকি দেন তিনি।

 

শ্রমিক নেতা সুকান্ত হাজরা বলেন, রাজ্য নেতৃত্বের উপর কথা বলার অধিকার তার নেই তবে এটা বলতে পারি তিনি যেদিন থেকে রাজ্য সভাপতি হয়েছেন মেমারিতে একটি নতুন ট্রেড ইউনিয়ন গঠন হয়েছে, সেদিন থেকে তিনি কোন বাস ইউনিয়নের দায়িত্বে নেই। আর অফিসটা মেমারি পৌরসভার মার্কেটে এব্যপারে পৌর প্রধান সঠিক উত্তর দিতে পারবেন। উনি এফআইআর করুন, যদি এটা আইএনটিটিইউসি- র ঘর প্রমাণিত হয়, তাহলে ছেড়ে দেবেন। না হলে যেমন বসে আছি তেমনই থাকবো। উনার কাছে সঠিক তথ্য নেই। এফআইআর হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব।

আরও পড়ুন – বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর

উল্লেখ্য, মেমারিতে তৃণমূল শ্রমিক নেতা সুকান্ত হাজরা বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল আই এন টিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।শনিবার,তৃণমূল বাস ট্রেকার ওয়ারকার্স ইউনিয়নের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আইএনটিটিইউসি জেলা সভাপতি মহঃ সেলিমকে ঋতব্রত এই নির্দেশ দেন।সংগঠন সূত্রে জানা গিয়েছে,মিটিং এ ঋতব্রত নির্দেশ দেন ওই যে লোকটি বেআইনি ভাবে আই এন টি টি ইউ সি র অফিসঘর দখল করে রেখেছে সে আই এন টি টি ইউ সির কেউ নয়। ওই নেতার বিরুদ্ধে থানায় এফআইআর করুন। সংগঠনের নাম যত্রতত্র ব্যবহার করা যাবে না বলেও হুমকি দেন তিনি।

 

শ্রমিক নেতা সুকান্ত হাজরা বলেন, রাজ্য নেতৃত্বের উপর কথা বলার অধিকার তার নেই তবে এটা বলতে পারি তিনি যেদিন থেকে রাজ্য সভাপতি হয়েছেন মেমারিতে একটি নতুন ট্রেড ইউনিয়ন গঠন হয়েছে, সেদিন থেকে তিনি কোন বাস ইউনিয়নের দায়িত্বে নেই। আর অফিসটা মেমারি পৌরসভার মার্কেটে এব্যপারে পৌর প্রধান সঠিক উত্তর দিতে পারবেন। উনি এফআইআর করুন, যদি এটা আইএনটিটিইউসি- র ঘর প্রমাণিত হয়, তাহলে ছেড়ে দেবেন। না হলে যেমন বসে আছি তেমনই থাকবো। উনার কাছে সঠিক তথ্য নেই। এফআইআর হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top