মেমারিতে বস্তাবন্দী গলাকাটা দেহ উদ্ধার, নিখোঁজ ছেলে, চাঞ্চল্য এলাকায়

মেমারিতে বস্তাবন্দী গলাকাটা দেহ উদ্ধার, নিখোঁজ ছেলে, চাঞ্চল্য এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান: বুধবার সকালে পূর্ব বর্ধমানের মেমারিতে এক প্রবীণ দম্পতির বস্তাবন্দী গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতদের নাম মুস্তাফিজুর রহমান (৬৬) ও মমতাজ পারভিন (৫৬)। বাড়ির সামনেই রাস্তার ধারে বস্তাবন্দী অবস্থায় তাঁদের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় নৃশংস হত্যাকাণ্ডের আশঙ্কা করছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে হাঁটতে বেরিয়ে একটি বড় বস্তা পড়ে থাকতে দেখেন তাঁরা। সন্দেহজনক মনে হওয়ায় সেটি খুলতেই দেখা যায়, দম্পতির গলাকাটা মরদেহ ভেতরে রয়েছে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের মধ্যেই খুন করে দেহগুলি বস্তাবন্দী করে বাইরে ফেলে দেওয়া হয়েছে। জানা গেছে, মৃত দম্পতি তাঁদের ছেলে আসিফের সঙ্গেই বসবাস করতেন। তবে ঘটনার পর থেকে আসিফ নিখোঁজ, যা এই রহস্যকে আরও ঘনীভূত করছে।তদন্তকারী অফিসারদের মতে, এই জোড়া খুনে ছেলের কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আসিফের খোঁজে তল্লাশি চালানো শুরু হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত তদন্ত করে ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটন করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top