মেমারিতে বিবাহিতা গৃহবধূর পরকীয়া প্রেমের ঘটনা, শান্তিনিকেতনে উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মেমারিতে বিবাহিতা গৃহবধূর পরকীয়া প্রেমের ঘটনা, শান্তিনিকেতনে উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বর্ধমান – বর্ধমান জেলার মেমারি শহরে এক বিবাহিতা গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, দুই কন্যা সন্তানের জননী ওই মহিলা মুর্শিদাবাদের এক বিবাহিত যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এরপর উভয়েই গোপনে বাড়ি ছেড়ে পালিয়ে যান, যা নিয়ে উদ্বেগে পড়ে গিয়েছিল পরিবার।

পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। সূত্র ধরে অবশেষে শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হন তাঁর মা-বাবা। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ওই যুবকও। পরে পুলিশ উভয়কেই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে।

ঘটনায় মেমারি শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সমাজের নানা স্তরে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কজনিত। উভয় পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top