বিনোদন – গত ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পুত্র কবীরের পর লক্ষ্মী এসেছে পরিবারে। কিন্তু এখনও মেয়ের কোনও ছবি প্রকাশ্যে শেয়ার করেননি তিনি। মেয়ের নামও জানাননি নায়িকা। নতুন বছরের সূচনায় প্রকাশ্যে এল কোয়েল এবং নিসপাল সিং রানের মেয়ের নাম। সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছো জানিয়ে কোয়েল তাঁর পরিবারের চার সদস্যের নাম লিখেছেন।সেখানে পুত্র কবীরের পাশে লেখা রয়েছে কন্যা কাব্যর নাম। দুই সন্তানকে সময় দেওয়াটা এখন কোয়েলের প্রায়োরিটি। তবে খুব শীঘ্রই শ্যুটিংয়ে ফেরারও পরিকল্পনা করছেন তিনি।
গত ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পুত্র কবীরের পর লক্ষ্মী এসেছে পরিবারে। কিন্তু এখনও মেয়ের কোনও ছবি প্রকাশ্যে শেয়ার করেননি তিনি। মেয়ের নামও জানাননি নায়িকা। নতুন বছরের সূচনায় প্রকাশ্যে এল কোয়েল এবং নিসপাল সিং রানের মেয়ের নাম। সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছো জানিয়ে কোয়েল তাঁর পরিবারের চার সদস্যের নাম লিখেছেন। সেখানে পুত্র কবীরের পাশে লেখা রয়েছে কন্যা কাব্যর নাম। দুই সন্তানকে সময় দেওয়াটা এখন কোয়েলের প্রায়োরিটি। তবে খুব শীঘ্রই শ্যুটিংয়ে ফেরারও পরিকল্পনা করছেন তিনি।
