মেয়ের প্রথম স্কুল যাওয়া, স্মরণীয় করে তুলতে ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় হাঁটলেন বাবা!

মেয়ের প্রথম স্কুল যাওয়া, স্মরণীয় করে তুলতে ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় হাঁটলেন বাবা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – মেয়ের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিলেন এক বাবা। ইউনিফর্ম পরে, পিঠে স্কুলব্যাগ নিয়ে ছোট্ট মেয়ে যখন তিন চাকার সাইকেলে চড়ে প্রথম দিন স্কুলের পথে, তখন তার পাশে শুধু মা-বাবাই নন, ছিলেন ব্যান্ড পার্টির সদস্যরাও। রীতিমতো উৎসবের মেজাজে বাজনার তালে তালে কন্যাসন্তানকে স্কুলে পৌঁছে দিতে বেরিয়ে পড়েন বাবা, যা দেখে অভিভূত নেটদুনিয়া।

এই দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ‘ঘর কে কলেশ’ নামের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক খুদে সাইকেল চালিয়ে এগোচ্ছে, পিছনে ব্যান্ড পার্টির সদস্যরা নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। সঙ্গে বাবা-মাও হাঁটছেন আনন্দে উদ্বেল হয়ে। স্কুলের গেট পর্যন্ত পৌঁছে মেয়েটি সাইকেল থেকে নেমে যায়, আর তার চারপাশে খুশির আমেজ ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ঠিক কোথায় এবং কবে তোলা হয়েছে তা জানা না গেলেও, এই ঘটনার মানবিক দিকটি ছুঁয়ে গেছে বহু মানুষের হৃদয়। এক নেটিজেন মন্তব্য করেছেন, “এই বাবা বুঝেছেন— ছোট ছোট মুহূর্তই একদিন বড় স্মৃতি হয়ে ওঠে।” এমন অনন্য ভালবাসা এবং উদযাপনের মুহূর্ত এখন নেটদুনিয়ার প্রিয় হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top