নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২১ জানুয়ারি, পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষে গ্রামে পরিবারপিছু হাজার টাকা চাঁদা ধার্য করেছিল মেলা কর্তৃপক্ষ। সেই চাঁদা না দিতে পারায় গ্রামের এক পরিবার, বাড়িতে ঢুকে হামলা চালায় ও সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা নবগ্রাম এলাকায়।
জানা গিয়েছে, ছাড়া না দিতে পারায় নেপাল সহ পাঁচ থেকে ছয় জনের একটি দল বাড়িতে চড়াও হয় মদ্যপ অবস্থায়।তারপর বাড়িতে ভাঙচুর চালায়, মহিলাদেরকে মারধর করে সাথে ঘরের দরজা ভেঙে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা করে।খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে কোনোক্রমে উদ্ধার করে ওই ছাত্রীকে। এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ছাত্রীর মা রেখাবালা মন্ডল।ঘটনায় পরিবারের সকল সদস্য আতঙ্কে রয়েছেন। তাঁরা অভিযোগ করেন, চাঁদা না দিলে আবার তারা হামলা চালাবে বলে হুমকি দেওয়া হয়।