মেলা চলাকালীন টয় ট্রেন ও নাগরদোলা ভেঙ্গে পড়ে গুরুতর আহত ১৪ জন

মেলা চলাকালীন টয় ট্রেন ও নাগরদোলা ভেঙ্গে পড়ে গুরুতর আহত ১৪ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর , ২০ শে এপ্রিল :মেলা চলাকালীন টয় ট্রেন ও নাগরদোলা ভেঙ্গে পড়ে গুরুতর আহত হলেন ১৪ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘীতে। আহতদের করনদিঘী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জন মহিলা ও তিনজন শিশুও রয়েছে।

 

প্রতি বছরের ন্যায় এবারেও পয়লা বৈশাখে নববর্ষের দিনে নতুন বছরকে স্বাগত জানাতে করনদিঘীর শিরুয়া মেলা শুরু হয়েছে। এই মেলা একমাস ব্যাপী চলে। গতকাল রাতে মেলায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল। প্রমোদের জন্য ছিল টয় ট্রেন ও নাগরদোলা। আচমকাই যাত্রী বোঝাই প্রমোদ টয় ট্রেন চলন্ত অবস্থায় দুটি বগি উলটে যায়। তাতে বেশ কয়েকজন শিশু ও মহিলা আহত হয়। তাদের উদ্ধার করে করনদিঘী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেলা অবশ্য তখনও চলছিল। টয় ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘুর্নায়মান নাগরদোলার একটি অংশ হঠাৎই ভেঙ্গে পড়ে মেলা প্রাঙ্গনে। এই ঘটনাতেও কয়েকজন আহত হয়। মেলা প্রাঙ্গনে পর পর দুটি দুর্ঘটনার জেরে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের প্রথমে করনদিঘী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাদের রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেলা প্রাঙ্গনে প্রমোদের জন্য টয় ট্রেন ও নাগরদোলা আচমকা ভেঙে পড়ার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ। মেলা আপাতত বন্ধ করে রাখা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top