হাওড়া ফেরি ঘাটে বসানো হলো এ এফ সি মেশিন

হাওড়া ফেরি ঘাটে বসানো হলো এ এফ সি মেশিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মেশিন

হাওড়া ফেরি ঘাটে বসানো হলো এ এফ সি মেশিন।  মেট্রো স্টেশনের ন্যায় হাওড়া ফেরি ঘাটে বসানো হলো এ এফ সি মেশিন । খুশি যাত্রীরা । এতদিন দেশের সমস্ত মেট্রো স্টেশনে দেখা যেত এএফসি বা অটোমেটিক ফেয়ার কালেকশন মেশিন । তবে এবার থেকে তা চোখে পড়বে হাওড়া ফেরিঘাটেও ।

 

পশ্চিমবঙ্গ সরকারের জলপথ পরিবহন এর অন্তর্গত ফেরি পরিসেবা রয়েছে হাওড়ায় । যা প্রতিদিন কয়েক হাজার মানুষ হাওড়া থেকে কলকাতা যাবার জন্য ব্যবহার করে থাকেন । এতদিন সেখানে যাতায়াত করতে যাত্রীদের অফিস যাওয়ার ব্যস্ত সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিতে হতো এই পরিষেবা ।

 

আর ও পড়ুন    সীমান্তের গ্রামে আজও পূজিত হন খয়রা কালী

 

একইসঙ্গে বিপুল পরিমাণ অর্থ খরচ হতো টিকিট চাঁপাইয়ে । সেই সমস্যা থেকে সমাধান পেতে পরীক্ষামুলকভাবে হাওড়া দু’নম্বর জেটিঘাটে ও রামকৃষ্ণপুর জেটিঘাটে বসানো হয়েছে এই এএফসি মেশিন । পরীক্ষামূলক ভাবে সাফল্য আসলেই ধীরে ধীরে হাওড়া ও কলকাতার বিভিন্ন জলপথ পরিবহন এর ঘাটে বসানো হবে এই মেশিন । তবে অফিস সময়ে তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থাকলেও এই উদ্যোগকে ভালো চোখে দেখছেন নিত্যযাত্রীরা ।

 

ঊল্লেখয, হাওড়া ফেরি ঘাটে বসানো হলো এ এফ সি মেশিন।  মেট্রো স্টেশনের ন্যায় হাওড়া ফেরি ঘাটে বসানো হলো এ এফ সি মেশিন । খুশি যাত্রীরা । এতদিন দেশের সমস্ত মেট্রো স্টেশনে দেখা যেত এএফসি বা অটোমেটিক ফেয়ার কালেকশন মেশিন ।

 

তবে এবার থেকে তা চোখে পড়বে হাওড়া ফেরিঘাটেও । পশ্চিমবঙ্গ সরকারের জলপথ পরিবহন এর অন্তর্গত ফেরি পরিসেবা রয়েছে হাওড়ায় । যা প্রতিদিন কয়েক হাজার মানুষ হাওড়া থেকে কলকাতা যাবার জন্য ব্যবহার করে থাকেন । এতদিন সেখানে যাতায়াত করতে যাত্রীদের অফিস যাওয়ার ব্যস্ত সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিতে হতো এই পরিষেবা ।

 

একইসঙ্গে বিপুল পরিমাণ অর্থ খরচ হতো টিকিট চাঁপাইয়ে । সেই সমস্যা থেকে সমাধান পেতে পরীক্ষামুলকভাবে হাওড়া দু’নম্বর জেটিঘাটে ও রামকৃষ্ণপুর জেটিঘাটে বসানো হয়েছে এই এএফসি মেশিন । পরীক্ষামূলক ভাবে সাফল্য আসলেই ধীরে ধীরে হাওড়া ও কলকাতার বিভিন্ন জলপথ পরিবহন এর ঘাটে বসানো হবে এই মেশিন । তবে অফিস সময়ে তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থাকলেও এই উদ্যোগকে ভালো চোখে দেখছেন নিত্যযাত্রীরা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top