মেসি এবং আর্জেন্টিনার বন্দনায় শাহরুখ-সচিনরা

মেসি এবং আর্জেন্টিনার বন্দনায় শাহরুখ-সচিনরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেসি এবং আর্জেন্টিনার বন্দনায় শাহরুখ-সচিনরা।

মেসি বন্দনায় সচিন তেন্ডুলকর: আর্জেন্টিনা এবং লিওনেল মেসির এই সাফল্যে অভিভূত সচিন তেন্ডুলকর। তিনি টুইটারে লিখেছেন, “আর্জেন্টিনাকে অসংখ্য ধন্যবাদ এই সাফল্য অর্জন করার জন্য। যেভাবে ওরা শুরু করেছিল বিশ্বকাপ তার পর দুর্ধর্ষ ভাবে ফিরে এসেছে। বিশেষ ভাবে মার্টিনেজের কথা বলতেই হবে।”

ফাইনাল ম্যাচের পর টুইট অনিল কাপুরের: ফাইনাল শেষে অনিল কাপুর টুইটারে লিখেছেন, “অসাধারণ ম্যাচ, অসাধারণ ফুটবলার। এর থেকে ভাল পরিসমাপ্তি হতে পারত না। বিশেষ করে সর্বকালের সেরা মেসির জন্য।”

 

বিশ্বকাপ দেখার পর টুইট রণবীর সিং-এর:আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার পর হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি রণবীর সিং। সবিস্ময়ে তিনি টুইটারে লেখেন, “আমি এইমাত্র কী দেখলাম এটা?!?! ঐতিহাসিক, আইকনিক, সম্পূর্ণ যাদুগরী।”

 

মেসির উদ্দেশ্যে টুইট শাহরুখের: ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনালের আগে ম্যাচ সেন্টারে উপস্থিত ছিলেন শাহরুখ খান। ওয়েন রুনির সঙ্গে খেলা উপভোগ করেন তিনি। এই দিন লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠায় অন্যান্য ফুটবলপ্রেমীদের মতোই আনন্দিত কিং খান। তিনি বলেছেন, “আমরা এমন সময় বাস করছি যেখানে বিশ্বকাপের সর্বকালের অন্যতম সেরা ফাইনাল দেখলাম আমরা। আমার মনে পরে মায়ের সঙ্গে বসে একটা ছোট টিভিতে বিশ্বকাপ দেখতাম…একই উত্তেজনা এখন উপভোগ করি বাচ্চাদের সঙ্গে এবং ধন্যবাদ মেসি আমাদের প্রত্যেককে ট্যালেন্ট, পরিশ্রম এবং স্বপ্নের উপর বিশ্বাস করতে শেখানোর জন্য।”

আরও পড়ুন – আর্জেন্টিনার ‘তিন তারা’ লোগো উন্মোচন

উল্লেখ্য,  মেসি এবং আর্জেন্টিনার বন্দনায় শাহরুখ-সচিনরা। মেসি বন্দনায় সচিন তেন্ডুলকর: আর্জেন্টিনা এবং লিওনেল মেসির এই সাফল্যে অভিভূত সচিন তেন্ডুলকর। তিনি টুইটারে লিখেছেন, “আর্জেন্টিনাকে অসংখ্য ধন্যবাদ এই সাফল্য অর্জন করার জন্য। যেভাবে ওরা শুরু করেছিল বিশ্বকাপ তার পর দুর্ধর্ষ ভাবে ফিরে এসেছে। বিশেষ ভাবে মার্টিনেজের কথা বলতেই হবে।” ফাইনাল ম্যাচের পর টুইট অনিল কাপুরের: ফাইনাল শেষে অনিল কাপুর টুইটারে লিখেছেন, “অসাধারণ ম্যাচ, অসাধারণ ফুটবলার। এর থেকে ভাল পরিসমাপ্তি হতে পারত না। বিশেষ করে সর্বকালের সেরা মেসির জন্য।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top