মেসি র মারাদোনার ভাইজির বিয়ে হলো ইছাপুর নবাবগঞ্জে। শুনে অবাক হচ্ছেন । আসুন তবে নিয়ে যাই মেসির ভাইজির বিয়ে অনুষ্ঠানে। ইছাপুর নবাবগঞ্জে বাসিন্দা শিবে পাত্র যিনি আর্জেন্টিনা ভক্ত। তার চায়ের দোকান বাড়ি সব কিছু তেই আর্জেন্টিনার পতাকার রং। শিবে বাবু প্রতি বছর মেসির জন্ম দিন খুব ঘটা করে কেক কেটে পুজো দিয়ে পালন করেন। শুধু তাই নয় মেসির সাথে দেখা ও করে এসেছেন শিবে বাবু।
শিবে পাত্র মনে করেন মেসি আর মারাদনা তার ভাই আর সেখান থেকেই নিজের মেয়ের বিয়েতে ও আর্জেন্টিনা ফুটবল দল কেই করেছিলেন থিম।
বিয়ে বাড়ির প্যান্ডেল করা হয়েছিল আর্জেন্টিনা দলের পতাকা রঙে অর্থাৎ নীল সাদা রঙে। বিয়ে বাড়ি সাজানো হয়েছিল মেসি, মারাদোনা র বিভিন্ন কাট আউট দিয়ে আর তাতে লেখা আমার ভাইজি শুভ বিবাহ। শুধু এখানেই থেকে থাকেন নি শিবে পাত্র ও তার স্ত্রী স্বপ্না পাত্র । বিয়ে বাড়ির লাটিং ফুল সব কিছুই ছিল নীল সাদা রঙ্গের। এমন কি বিয়ে বাড়ীতে সব সময় চলছিল মেসি র মারাদোনার বিভিন্ন সময়ের খেলার ভিডিও। সব মিলিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের স্রষ্ঠা শিবে পাত্রের মেয়ের বিয়ে তে গিয়ে মনে হবে সত্যি আপনি চলে এসেছেন মেসি আর মারাদোনা র ভাইজি নেহা পাত্র র বিয়েতে।
উল্লেখ্য,মেসি র মারাদোনার ভাইজির বিয়ে হলো ইছাপুর নবাবগঞ্জে। শুনে অবাক হচ্ছেন । আসুন তবে নিয়ে যাই মেসির ভাইজির বিয়ে অনুষ্ঠানে। ইছাপুর নবাবগঞ্জে বাসিন্দা শিবে পাত্র যিনি আর্জেন্টিনা ভক্ত। তার চায়ের দোকান বাড়ি সব কিছু তেই আর্জেন্টিনার পতাকার রং। শিবে বাবু প্রতি বছর মেসির জন্ম দিন খুব ঘটা করে কেক কেটে পুজো দিয়ে পালন করেন। শুধু তাই নয় মেসির সাথে দেখা ও করে এসেছেন শিবে বাবু।
শিবে পাত্র মনে করেন মেসি আর মারাদনা তার ভাই আর সেখান থেকেই নিজের মেয়ের বিয়েতে ও আর্জেন্টিনা ফুটবল দল কেই করেছিলেন থিম। বিয়ে বাড়ির প্যান্ডেল করা হয়েছিল আর্জেন্টিনা দলের পতাকা রঙে অর্থাৎ নীল সাদা রঙে। বিয়ে বাড়ি সাজানো হয়েছিল মেসি, মারাদোনা র বিভিন্ন কাট আউট দিয়ে আর তাতে লেখা আমার ভাইজি শুভ বিবাহ।