মেহেদিরাঙা হাতে ( hand ) ভালো না বাসার বার্তা দিলেন পরিমনি

মেহেদিরাঙা হাতে ( hand ) ভালো না বাসার বার্তা দিলেন পরিমনি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
hand
মেহেদিরাঙা হাতে ( hand ) ভালো না বাসার বার্তা দিলেন পরিমনি
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আজ ২৬ দিনের বন্দিজীবন থেকে মুক্তি পেলেন পরিমনি। আর মুক্তির ( hand )  পরেই পরী তাঁকে ভালো না বাসার বার্তা দিয়েছেন।   তবে পরীর বার্তা মেহেদিরাঙা হাতে ( hand ) । ডান হাতে ( hand ) পরী ইংরেজি অক্ষরে লিখেছেন ‘ডোন্ট লাভ (লাভ চিহ্ন) মি, বিচ’। তবে এই লেখা পরী কার উদ্দেশ্যে লিখেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। পরীর এই বার্তা নিয়ে অন্তর্জালে চলছে তুমুল আলোচনা।

 

আজ বুধবার সকাল ৯টা ২১ মিনিটে মাদক মামলায় জামিনে মুক্ত হয়েছেন পরী মণি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাঁকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। ৯টা ৩৭ মিনিটে নিজের গাড়িতে করে বের হন পরী।   মুক্তির পর চিত্রনায়িকা পরী মণি গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন। মুক্তির পর খুবই হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল চিত্রনায়িকাকে। তিনি সাদা টি-শার্ট পরে ছিলেন। তাঁর মাথায় সাদা ওড়না পেঁচানো আর চোখে ছিল রোদচশমা। মাস্কও পরেছিলেন সাদা।

 

গাড়িতে দাঁড়িয়ে তিনি সেলফি তোলেন। ভিড়ের মধ্যে কয়েক জন ভক্তের সঙ্গে হাতও মেলান। এ সময় গণমাধ্যমকর্মীরা প্রতিক্রিয়া জানতে চাইলে পরী মণি শুধু বলেন, ‘থ্যাংক ইউ, ধন্যবাদ।’   গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরী মণির জামিনের আদেশ দেন। যেহেতু তাঁর বিরুদ্ধে অন্য কোনও মামলা ছিল না, তাই মুক্তিতে কোনও বাধা ছিল না।

 

আর ও পড়ুন      হট প্রিয়াঙ্কাই ( Priyanka ) এখন নিকের ‘‌স্ন্যাকস’‌

 

পরী মণি কারাগার থেকে মুক্ত হবেন এমন সংবাদে গতকালও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে ভিড় করেছিলেন গণমাধ্যমকর্মী ও তাঁর ভক্তরা।

 

কিন্তু তাদের হতাশ হতে হয়।  কারণ, গতকাল জামিনের কাগজ-পত্র কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি মুক্তি পাননি। আজ সকাল জামিনের কাগজ-পত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।  পরী মণি আজ যেকোনো সময় মুক্তি পাচ্ছেন এটা অনেকটা নিশ্চিতই ছিল। ফলে সকাল থেকে ফের কারাফটকে ভিড় করেন গণমাধ্যমকর্মী ও ভক্তরা। সকালে সাদা গাড়ি নিয়ে কারাগারে পৌঁছান তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত, পরী মণির খালু জসীমউদ্দিনসহ অন্যরা।

 

অন্যদিনের তুলনায় এদিন কারারক্ষীদের তৎপরতা ছিল বেশি। তারা ভিড় সমলাতে ব্যস্ত ছিলেন।   গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাড়ি থেকে পরী মণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top