মেহেন্দীপাড়া নাকা পয়েন্ট পরিদর্শন করলে জেলা পুলিশ সুপার”। দক্ষিণ দিনাজপুর জেলার ট্রাফিক ব্যবস্থার উন্নতির লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে জেলা প্রশাসন,সেই লক্ষ্যেই এদিন জেলার ট্রাফিক ব্যবস্থা আরও মজবুত করতে রবিবার দুপুরে জেলার সীমান্ত বর্তি নাকা পয়েন্ট তথা হরিরামপুর ট্রাফিক ইউনিট এর অন্তর্গত মেহেন্দি পাড়া নাকা পয়েন্টে পরিদর্শন করতে আসেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার রাহুল দে।
এদিন তিনি উক্ত নাকা পয়েন্ট পরিদর্শনের পাশাপাশি একটি কিয়ক্স উদ্ভোধন করেন ও ওই এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন তিনি,এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে ছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম , ডেনদুপ শেরপা , এসডিপিও গঙ্গারামপুর দীপাঞ্জন ভট্টাচার্য ,ডিএসপি ট্রাফিক বিল্লোমঙ্গল সাহা,হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, বংশিহারি আইসি মনোজিৎ সরকার,ট্রাফিক ওসি জয়োৎপল বিশ্বাস সহ অন্যান্যরা।
আরও পড়ুন – পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলকাতা
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার ট্রাফিক ব্যবস্থার উন্নতির লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে জেলা প্রশাসন,সেই লক্ষ্যেই এদিন জেলার ট্রাফিক ব্যবস্থা আরও মজবুত করতে রবিবার দুপুরে জেলার সীমান্ত বর্তি নাকা পয়েন্ট তথা হরিরামপুর ট্রাফিক ইউনিট এর অন্তর্গত মেহেন্দি পাড়া নাকা পয়েন্টে পরিদর্শন করতে আসেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার রাহুল দে।
এদিন তিনি উক্ত নাকা পয়েন্ট পরিদর্শনের পাশাপাশি একটি কিয়ক্স উদ্ভোধন করেন ও ওই এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন তিনি,এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে ছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম , ডেনদুপ শেরপা , এসডিপিও গঙ্গারামপুর দীপাঞ্জন ভট্টাচার্য ,ডিএসপি ট্রাফিক বিল্লোমঙ্গল সাহা,হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, বংশিহারি আইসি মনোজিৎ সরকার,ট্রাফিক ওসি জয়োৎপল বিশ্বাস সহ অন্যান্যরা। মেহেন্দীপাড়া নাকা