মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করায় এবার সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানকে নিশানা করলেন তসলিমা

মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করায় এবার সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানকে নিশানা করলেন তসলিমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২২ জুন ২০২১: এ বার সরাসরি তসলিমার আঙ্গুল তুলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এর বিরুদ্ধে। উল্লেখ্য , এক সাক্ষাৎকারে ইমরান লাহান মন্তব্য করেছিলেন, মহিলাদের স্বল্প পোশাকই ধর্ষণের কারণ। তিনি বলেছিলেন, “মহিলারা স্বল্প পোশাক পরে ঘুরে বেড়ালে পুরুষদের ওপর প্রভাব পড়ে। পুরুষরা তো রোবট নয়। এটা কমন সেন্সের বিষয়।” সেই একই প্রেক্ষিতেই পাল্টা মন্তব্য প্রকাশ করলেন তসলিমা।একটি টুইটের মধ্যে তার জবাব দিয়েছেন। লেখিকা ইমরান খানের একটি জামা না পরা ছবি পোস্ট করে লিখেছেন, “যদি একজন পুরুষ স্বল্প পোশাক পরে থাকেন তাহলে তা মহিলাদের ওপর প্রভাব ফেলে।

মহিলারা তো রোবোট নয়।” স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ইমরানকে বিঁধতে এই টুইট করেছেন তসলিমা। প্রসঙ্গত , ১ মাস আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান। তখন নেট মাধ্যমে ইমরানের সেই বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনার দাবি উঠেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইমরান আরও বলেন, “বাসনা সংবরণের জন্যই পর্দা প্রথা চালু হয়েছিল। কিন্তু অনেকেই তা পারেন না।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top