
নয়াদিল্লি: অসুস্থ কিশোরীর জন্য অর্থ সাহায্য পাঠালেন প্রধানমন্ত্রী। মেয়ের চিকিৎসার জন্য অসহায় হয়েই চিঠি লেখা মোদীকে। আর সঙ্গে সঙ্গে টাকার বন্দোবস্ত করে দিলেন নরেন্দ্র মোদী।
ললিত নামে ওই কিশোরী অপ্ল্যাস্টিক অ্যানিমিয়ার মত একটি মারণরোগে ভুগছে। তার সেরে ওঠার জন্য প্রচুর টাকা খরচ করতে হবে। ইতিমধ্যেই অনেক টাকা খরচ করেছে তার বাবা। কিন্তু আর পেরে ওঠা সম্ভব হচ্ছিল না। তাই তিনি চিঠি লেখেন মোদীকে।সুমের সিং নামে ওই ব্যক্তি জানান, ইতিমধ্যেই ৭ লক্ষ টাকা খরচ করেছেন তিনি। জমি বিক্রি করে দিয়েছেন, বাড়িটাও বন্ধক দেওয়া রয়েছে। তাই আর টাকা কোথা থেকে জোগাড় হবে ভেবে পাচ্ছিলেন না। যদি মেয়েকে সুস্থ করা না যায়, তাহলে হয়ত তাঁকে মৃত্যুর পথ বেছে নিতে হবে বলেও জানান তিনি।
সেই চিঠি পেয়েই প্রধানমন্ত্রীর দফতর থেকে টাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩০ লক্ষ টাকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে।



















