মেয়ের মা বাবার অমতে প্রতিবেশি তরুনিকে বিয়ে করায় হাসুয়ার কোপে প্রাণ গেল ছেলের মায়ের

মেয়ের মা বাবার অমতে প্রতিবেশি তরুনিকে বিয়ে করায় হাসুয়ার কোপে প্রাণ গেল ছেলের মায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,সালার, ৫ই জুন :মেয়ের মা বাবার অমতে প্রতিবেশি তরুনিকে বিয়ে করায় হাসুয়ার কোপে প্রাণ গেল ছেলের মায়ের। মৃতের নাম নুরেজা বিবি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার সরমস্তিপুর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনায় অভিযুক্ত ফুলু সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছে থেকে উদ্ধার হয়েছে খুনের জন্য ব্যাবহৃত রক্ত মাখা হাসুয়া। ঘটনায় জড়িত বাকী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে সালার থানার পুলিশ।
প্রসঙ্গত, বছর খানেক আগে মৃতের ছেলে কবি সেখ প্রতিবেশি আমেনা খাতুনের সাথে প্রণয়ে জড়িয়ে পরে। মেয়ের পরিবারের অমতে কবির সাথে পালিয়ে বিয়ে করে আমেনা। সেই সময় থেকেই দুই পারিবারের মধ্যে মনমালিন্য চলছিল। মঙ্গলবার রাতে আমেনার বাবা আমান সেখ পারিবারের লোকজন নিয়ে কবির বাড়িতে চড়াও হয়। সেই সময় কবির মা নুরেজা বিবিকে সামনে পেয়ে তাকে বেধরক মারধরের পাশপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মোট ছ’জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করলেও বাকিরা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সালার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top