নিজস্ব সংবাদদাতা ১২ ডিসেম্বর ২০২০ কোলকাতা: একরত্তি শিশুকন্যাকে নিয়ে লোফালুফি খেলতে গিয়ে বিপত্তি ডেকে আনলেন বাবা। কে জানত এর পরিণতি এত মারাত্মক হবে।

ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত শিশু। তার অবস্থা আশঙ্কাজনক। ছাদ থেকে ঝাঁপিয়ে মৃত্যু হয়েছে তার বাবার। সব মিলিয়ে গভীর শোকের ছায়া পর্ণশ্রী থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানার অন্তর্গত বিশালক্ষী তলা রোডের আস্থা অ্যাপার্টমেন্টে।পুলিশ সূত্রে খবর, দক্ষিণ পূর্ব রেলের ভিজিল্যান্স বিভাগের কর্মী ছিলেন ৪৪ বছরের সুভাষচন্দ্র পাণ্ডা। শনিবার সকাল ১১টা নাগাদ ১ বছরের শিশুকন্যাকে নিয়ে ছাদে যান। পরিবারের অনুমান, সম্ভবত বাচ্চাকে ওপরে ছুড়ে দিয়ে লুফে নিচ্ছিলেন বাবা। খেলার ছলেই। কিন্তু তা করতে গিয়েই হাত ফস্কে শিশুকন্যা নীচে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে ঝাঁপ দেন বাবা। ফ্ল্যাটের নীচেই পড়েন সুভাষচন্দ্র। স্থানীয় মানুষেরা বিকট শব্দের আওয়াজ পেয়ে ছুটে এসে রক্তাক্ত সুভাষ পান্ডা কে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খোঁজাখুঁজির পর দেখা যায়, ফ্ল্যাটের পাঁচিলের ওপারেই অন্য বাড়ির চত্বরে গাছের নীচে পড়ে শিশুকন্যা। গুরুতর আহত ওই একরত্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী, সকলেই প্রার্থনা করে চলেছে, একরত্তি ওই শিশুকন্যার যেন প্রাণ রক্ষা হয়। তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ।