প্রধানমন্ত্রী – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ৭৫তম জন্মদিনে মধ্যপ্রদেশের ধার জেলা থেকে শুরু করলেন ‘আদি কর্মযোগী অভিযান’। এটি বিশ্বের বৃহত্তম আদিবাসী নেতৃত্ব কর্মসূচি, যার লক্ষ্য দেশের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ১১ কোটি আদিবাসী নাগরিককে সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করা। এই উদ্যোগকে ‘জনজাতীয় গৌরব বর্ষ’-এর অন্যতম প্রধান অংশ হিসেবে ধরা হচ্ছে, যা ১৫ নভেম্বর ২০২৪ থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত সারা দেশে উদযাপিত হবে।
কর্মসূচির আওতায় প্রতিটি আদিবাসী গ্রামে গড়ে তোলা হবে একটি করে ‘আদি সেবা কেন্দ্র’। এই কেন্দ্রগুলির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, খাদ্য ও আর্থিক পরিষেবাসহ বিভিন্ন সরকারি সুবিধা এক ছাদের নিচে পাওয়া যাবে। ফলে আদিবাসী জনগোষ্ঠীকে আর আলাদা আলাদা দপ্তরে ঘুরতে হবে না।
প্রধানমন্ত্রী এ দিন আরও দুটি উদ্যোগ চালু করেছেন—‘স্বস্থ নারী, সশস্ত্র পরিবার অভিযান’ এবং অষ্টম জাতীয় পুষ্টি মাস। এর মধ্যে প্রথমটির মাধ্যমে সারা দেশের মহিলারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন, যা সরাসরি গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের নারীদের উপকারে আসবে। পুষ্টি মাস কর্মসূচির লক্ষ্য হলো শিশু, কিশোরী ও গর্ভবতী মহিলাদের সুষম খাদ্য নিশ্চিত করা।
এই পদক্ষেপগুলিকে কেন্দ্র সরকার আদিবাসী সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের মতে, ‘আদি কর্মযোগী অভিযান’ শুধু প্রশাসনিক সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যম নয়, বরং আদিবাসী সম্প্রদায়কে দেশের মূলধারার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার দিকেও বড় পদক্ষেপ।




















