মোদির সভার জন্য নষ্ট হল দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম, ক্ষুব্ধ ক্রীড়ামহল

মোদির সভার জন্য নষ্ট হল দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম, ক্ষুব্ধ ক্রীড়ামহল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পশ্চিম বর্ধমান – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সভার জন্য ক্ষতিগ্রস্ত হল দুর্গাপুরের ঐতিহ্যবাহী ডিএসপি-র নেহরু স্টেডিয়াম। শুক্রবার সরকারি ও রাজনৈতিক — দু’টি সভায় অংশ নেন মোদি। কিন্তু স্টেডিয়ামে সভা আয়োজন নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল ক্রীড়ামহল। তা সত্ত্বেও মাঠে সাতদিন ধরে চলে মঞ্চ ও হ্যাঙ্গার তৈরির কাজ।

ফলে মাঠের ঘাস, জলনিকাশি ব্যবস্থা এবং ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়দের মতে, আগের অবস্থায় ফিরতে কমপক্ষে এক বছর লাগবে।

একসময় এই মাঠে খেলেছে ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেট দল, আয়োজিত হত এয়ারলাইন্স কাপ। এখানে অনুশীলন করতেন বহু অ্যাথলিট ও খেলোয়াড়।

ক্রীড়ামোদীরা বলছেন, রাজনৈতিক স্বার্থে ক্রীড়ার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।
তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, “এই সরকার ক্রীড়া নীতিহীন। বিকল্প জায়গা থাকা সত্ত্বেও মাঠ নষ্ট করা হয়েছে।”
স্থানীয় ক্রীড়া সংগঠক রণজিৎ গুহ বলেন, “একটি ঐতিহ্যবাহী স্টেডিয়ামের বারবার এমন অপমান মেনে নেওয়া যায় না।”

পরিবেশবিদরাও সভার নামে পরিবেশ ও ক্রীড়াস্থানের ক্ষয়ক্ষতির বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top