মোদীকে ফোন রুশ প্রেসিডেন্ট পুতিনের। জানা যাচ্ছে। আজ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। বেশ কিছুক্ষণ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে টেলফোনিক আলোচনা হয়েছে বলে জানাচ্ছে রাজধানী ক্রেমলিন। নতুন করে ইউক্রেনের উপর হামলার গতি যখন রাশিয়া বাড়িয়েছে সেই সময়ে মোদী-পুতিন কথা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে এই ফোনালাপের পরেই পিএমও’র তরফে বিস্তারিত জানিয়ে টুইট করা হয়েছে। শুধু তাই নয়, পুতিন এবং মোদীর সঙ্গে ফোনালাপে ইউক্রেন যুদ্ধের কথা উঠে এসেছে বলেও টুইট করা হয়েছে পিএমও’র তরফে। যেখানে রুশ প্রেসিডেন্টকে কূটনৈতিক এবং আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা মোদী জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।
এছাড়াও SCO Summit-এর মাঝেই প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের সঙ্গে আলোচনা হয়। দ্বিপাক্ষিক বৈঠকে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। এদিনের ফোনালাপে এই সমস্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। অন্যদিকে আগামী G-20 বৈঠক নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
পিএমও’র তরফে করা টুইটে জানা গিয়েছে, G-20 বৈঠকে আলোচ্য বিষয়গুলি নিয়েও তথ্য পুতিনকে দিয়েছেন। পাশাপাশি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে কাজ করা নিয়ে আশা প্রকাশ করেছেন। অর্থাৎ একাধিক ইস্যুতে ভারত এবং রাশিয়া কাজ করবে বলেও সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। এমনকি ফোনালাক জারি থাকবে বলেও জানানো হয়েছে PMO তরফে।
উল্লেখ্য, মোদীকে ফোন রুশ প্রেসিডেন্ট পুতিনের। জানা যাচ্ছে। আজ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। বেশ কিছুক্ষণ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে টেলফোনিক আলোচনা হয়েছে বলে জানাচ্ছে রাজধানী ক্রেমলিন। নতুন করে ইউক্রেনের উপর হামলার গতি যখন রাশিয়া বাড়িয়েছে সেই সময়ে মোদী-পুতিন কথা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।