মোদীর হাত ধরে উদ্বোধন হল প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের, প্রথম টিকিট কিনলেন তিনিই

মোদীর হাত ধরে উদ্বোধন হল প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের, প্রথম টিকিট কিনলেন তিনিই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মোদীর হাত ধরে উদ্বোধন হল প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের, প্রথম টিকিট কিনলেন তিনি । বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করলেন স্বয়ং নরেন্দ্র মোদী। প্রথম টিকিট টাও কিনলেন তিনিই। যার অনলাইনে দাম ১০০ টাকা। অফলাইন মোডে ১১০ টাকা। তবে ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য অফলাইন এবং অনলাইনে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। স্কুল-কেলেজের ছাত্র-ছাত্রীরা ২৫ শতাংশ ছাড় পাবে। তবে বিদেশীদের জন্য প্রধানমন্ত্রী সংগ্রহালয় টিকিটের মূল্য ৭৫০ টাকা।

 

মূলত, ভারতের তরুণ প্রজন্মের প্রধানমন্ত্রীদের প্রতি সচেতনতা বাড়াতে এবং তাঁদের মতাদর্শ, অবদানকে স্বীকৃতি দিতে ১৪ এপ্রিল দিনটিকে উদ্বোধনের দিন হিসেবে বাছা হয়েছে। এছাড়াও জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতামত অনুসারেই পুরো সংগ্রহালয়টি তৈরি হয়েছে।

আরও পড়ুন – পেইন ম্যানেজমেন্ট নিয়ে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

উল্লেখ্য, সংগ্রহালয়ের ভবনের লোগাটি জাতি এবং গণতন্ত্রের প্রতীক। এই সংগ্রহালয়টি মূলত নতুন ও পুরাতনের সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করা হয়েছে। সেখানে যেমন‌ রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীদের অবদানের রুপরেখা তেমনি রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন ইন্টারফেস। এখানে রয়েছে যুদ্ধের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের যুদ্ধে কখন কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, কাদের সঙ্গে যুদ্ধে নেমেছে দেশ, যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে। আবার রয়েছে নেহরু মিউজিয়াম বিল্ডিং।যেখানে জহওলাল নেহুরুর জীবন নিয়ে এবং তাঁর অবদান নিয়ে বর্ণনা করা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়টির মোট আয়তন ১০ হাজার ৪৯১ বর্গ মিটার।

 

প্রসঙ্গত, ২০১৮ সালে এই প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের জন্য ২৭১ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এখানে সংসদ টিভি, প্রতিরক্ষা মন্ত্রানালয়, দূরদর্শন, চলচ্চিত্র বিভাগ সবকিছু রয়েছে। এছাড়াও রয়েছে হলোগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, মাল্টি টাচ , মাল্টি মিডিয়া, ইন্টারেক্টভ কিয়স্ক, কম্পিউটারাইজড কাইনেটিক আর্কিটেকচার, স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন।

 

 

 

উল্লেখ্য, উল্লেখ্য, সংগ্রহালয়ের ভবনের লোগাটি জাতি এবং গণতন্ত্রের প্রতীক। এই সংগ্রহালয়টি মূলত নতুন ও পুরাতনের সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করা হয়েছে। সেখানে যেমন‌ রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীদের অবদানের রুপরেখা তেমনি রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন ইন্টারফেস। এখানে রয়েছে যুদ্ধের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের যুদ্ধে কখন কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, কাদের সঙ্গে যুদ্ধে নেমেছে দেশ, যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে। আবার রয়েছে নেহরু মিউজিয়াম বিল্ডিং।যেখানে জহওলাল নেহুরুর জীবন নিয়ে এবং তাঁর অবদান নিয়ে বর্ণনা করা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়টির মোট আয়তন ১০ হাজার ৪৯১ বর্গ মিটার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top