নয়াদিল্লি: ভারতের রাজনৈতিক ইতিহাসে তৈরি হল নতুন এক রেকর্ড। টানা শাসনের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছনে ফেলে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের ৪,০৭৮তম দিন অতিক্রান্ত হয়, যেখানে ইন্দিরা গান্ধী টানা ৪,০৭৭ দিন দেশ শাসন করেছিলেন (১৯৬৬-এর জানুয়ারি থেকে ১৯৭৭-এর মার্চ)। মোদীর এই রেকর্ড শুধু সময়ের পরিমাপ নয়, রাজনৈতিক ধারাবাহিকতারও এক গুরুত্বপূর্ণ নিদর্শন।
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। তারপর একটানা তিনবার রাজ্যে জয় এবং ২০১৪, ২০১৯ ও ২০২৪—এই তিনটি লোকসভা নির্বাচনে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। জওহরলাল নেহরুর পরে মোদীই একমাত্র নেতা, যিনি পরপর তিনটি সাধারণ নির্বাচনে দলকে জয়ী করে প্রধানমন্ত্রী পদে বহাল থাকলেন।
নরেন্দ্র মোদী একইসঙ্গে একমাত্র নন-কংগ্রেসি প্রধানমন্ত্রী, যিনি পূর্ণ মেয়াদে দুইবার সরকার চালিয়েছেন এবং তৃতীয়বারও শপথ নিয়েছেন। তিনি একমাত্র নন-কংগ্রেসি নেতা যিনি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তিনবার দিল্লির গদি দখল করেছেন। এ ছাড়াও মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। গুজরাটের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে আরএসএস-এর মাধ্যমে রাজনীতিতে প্রবেশ, তারপর বিজেপির হাত ধরে দেশের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বে পৌঁছনো তাঁর রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক অধ্যায়।
বর্তমানে আন্তর্জাতিক সফরে রয়েছেন মোদী—যুক্তরাজ্য ও মালদ্বীপ সফরের মধ্যেই এই নতুন রাজনৈতিক মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু সময় নয়, এই রেকর্ড মোদীর জনপ্রিয়তা, নেতৃত্বে স্থায়িত্ব এবং বারবার জনসমর্থন ধরে রাখার ক্ষমতাকেও প্রতিফলিত করে। সমর্থন যেমন দৃঢ়, তেমনই সমালোচনার ঝড়ও কম নয়। তবু এত বছরের শাসন ক্ষমতায় স্থির থাকা এবং ধারাবাহিক সাফল্য—এই দিক থেকে মোদী এখন এক অনন্য উদাহরণ।
