মোদীর সভায় আমন্ত্রণ না পেয়ে দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক তরঙ্গ, উস্কে দিল বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বের জল্পনা

মোদীর সভায় আমন্ত্রণ না পেয়ে দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক তরঙ্গ, উস্কে দিল বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বের জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




আলিপুরদুয়ার -;প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের আলিপুরদুয়ার জনসভায় আমন্ত্রণ না পেয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির নেতৃত্বে থাকা দিলীপ ঘোষ স্পষ্ট জানান, “আমি কোনও পদে নেই, একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করছি। প্রধানমন্ত্রী কলকাতায় এলে নিশ্চয়ই যাব। আমি মাঠে সক্রিয় আছি, সাধারণ কর্মীদের সঙ্গেই রয়েছি।”

এই মন্তব্যকে ঘিরে রাজনীতির ময়দানে নতুন করে শুরু হয়েছে জল্পনা। গত মাসে দলীয় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন দলীয় কর্মসূচি থেকে দূরে রাখার গুঞ্জন উঠেছিল। সেই প্রেক্ষাপটে মোদীর সভায় তাঁর অনুপস্থিতি এবং সাম্প্রতিক মন্তব্য অনেককেই ভাবাচ্ছে।

বিষয়টি বিজেপির অন্দরে নেতৃত্বের মধ্যে দূরত্ব এবং অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত দিচ্ছে বলেই রাজনৈতিক মহলের মত। দিলীপ ঘোষের দাবি যে তিনি মাঠে সাধারণ কর্মীদের সঙ্গে রয়েছেন, তা যেমন তাঁর অনুগামীদের মধ্যে মনোবল জোগাচ্ছে, তেমনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাঁর এক প্রকার পরোক্ষ বার্তা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই অবস্থান ও বক্তব্য ভবিষ্যতে রাজ্য বিজেপির কৌশল, নেতৃত্ব এবং শৃঙ্খলার দিক নিয়ে আলোচনা ও বিতর্ককে আরও উসকে দিতে পারে। মোদীর সফরকালীন এই ঘটনার সময়োপযোগিতা এই বিতর্ককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top