দক্ষিণ ২৪ পরগনা – দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়া এলাকায় ভাইপোকে নৃশংসভাবে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। মৃত কিশোর আনারুল ঢালি (১৪) গত দুই মাস আগে নিখোঁজ হয়। পরে স্থানীয় এক জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন মাছ ধরার নাম করে কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন তাঁর কাকা আলমগীর ঢালি। তারপর থেকেই তিনি গা ঢাকা দেন। সন্দেহ দানা বাঁধে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণের পর মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরের বাবার দেওয়া একটি মোবাইল ফোন হাতানোর জন্যই এই খুনের ছক কষেছিলেন আলমগীর। ভাইপোর ফোন পেতে না পেরে শেষমেশ তাকে খুন করেন বলে পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করেন তিনি। প্রথমে প্রতিবেশী এক মহিলার উপর সন্দেহ করা হলেও পরে স্পষ্ট হয়ে যায়, আনারুলকে কুপিয়ে খুন করে দেহ জলাশয়ে ফেলে দেন কাকা নিজেই। ধৃতের কাছ থেকে কিশোরের মোবাইলটিও উদ্ধার হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
