মোবাইল স্টোরে প্রতারণার স্বীকার হলেন ৮০ বছরের বৃদ্ধ

মোবাইল স্টোরে প্রতারণার স্বীকার হলেন ৮০ বছরের বৃদ্ধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হুগলি, ১০ই নভেম্বর, ভোডাফোন মোবাইল স্টোরে, মোবাইল বিল জমা দিতে গিয়ে প্রতারণার স্বীকার হল এক ৮০ বছরের বৃদ্ধ।প্রতারণা ৩ লাখ ৪৩ হাজার ৩৯০ টাকা। প্রতারক শেখ সাহেবকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। হুগলির আরামবাগ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আজ তাকে বিধান নগর কোর্টে তোলা হবে।

 

পুলিশ সূত্রে খবর, গত জুন মাসে ওই বৃদ্ধ বিধান নগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করে, তাঁর ব্যাঙ্কে একাউন্ট থেকে ৩ লাখ ৪৩ হাজার ৩৯০ টাকা তুলে নেওয়া হয়েছে । কিন্তু কোনো রকম এস এম এস কিছুই আসেনি। এর পর পুলিশ তদন্তে নেমে জানতে পারে তার একাউন্ট থেকে কিছু সোনা কেনা হয়েছে আমাজন থেকে এবং বাকি টাকা পেটিএম এর মাধ্যমে তার একাউন্টে ট্রান্সফার করা হয়েছে।

পরে জিজ্ঞাসাবাদে উঠে আসে আর একটি তথ্য। এই বৃদ্ধ প্রতি মাসে সল্টলেকের সিটি সেন্টার এর কাছে একটি মোবাইল শপ (ভোডাফোন) এ তাঁর বিল জমা করতে যায়। সেখানে এক যুবক তাঁর বিল পেমেন্ট করে দেয়।ওই যুবক ওই স্টোরে কাজ করতো।এবং সেই জন্য যেহেতু তিনি নিজে বিল পেমেন্ট করতে পারে না তাই তাঁর মোবাইল, এটিএম কার্ড ও পাসওয়ার্ড ওই যুবক কে দিয়ে দিত। সেই সুযোগ নিয়ে গত জুন মাসে যখন ওই বৃদ্ধ বিল পেমেন্ট করতে যায় তখন যুবক বিল পেমেন্ট করার আগে তাঁর একাউন্ট থেকে আমাজন থেকে সোনা কেনে ও পেটিএম এর মাধ্যমে টাকা ওই যুবকের একাউন্টে ট্রান্সফার করে নেয়।এবং মোবাইল থেকে এসএমএস গুলো ডিলিট করে দেয়।যার ফলে জানতে পারে নি যে তার একাউন্ট থেকে এত টাকা চিট হয়েছে।বেশ কয়েকদিন পরে ব্যাংক এ গিয়ে একাউন্ট চেক করে জানতে পারে।তার পরই বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে ওই বৃদ্ধ। টাকা চিট করার বেশ কয়েকদিন পর ওখান থেকে কাজ ছেড়ে দেয় ওই যুবক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top