ফের আলোচনায় উঠে আসলেন মৌনী রায়, কেন? জানুন । তাঁর হট লুক নজর কেড়ে নিয়েছে অনেকের। অন্যদিকে পেশাগত জীবন বেশ নিস্তরঙ্গ কমল আর খান। কিন্তু বিতর্কিত মন্তব্যের জন্য উঠে আসে বারংবার তাঁর নাম। তাঁর নিশানায় থাকেন বলিউডঅনেক তারকরাই। এবারে তিনি টেনে আনলেন মৌনী রায়ের নাম।
আর ও পড়ুন রাতের অন্ধকারে জলছেড়ে মানুষকে সমাধি দেওয়া হয়েছে, অভিযোগ মমতার
মৌনীর চেহারা নিয়ে কটাক্ষ করলেন কমল। টুইটারে মৌনীর কয়েকটি ছবি একত্রে শেয়ার করেন। সেখানে নায়িকার বিভিন্ন বয়সের চেহারা দেখা গিয়েছে। সময়ের সঙ্গে মৌনীর পরিবর্তন সাজ পোশাকের নানা ছবি। ছবির ক্যাপশনে কমল লিখেছেন, ‘টাকা থাকলে রূপও বদলে যায়। দেখুন, মৌনী রায় কীভাবে নিজেকে বদলাতে থাকেন।’
সেই ছবির সামাজিক মাধ্যমের কমেন্টে অনেকেই কমলের সঙ্গে একমত হয়েছে। একজন বিস্ময় প্রকাশ করে পোস্টের কমেন্টে লিখেছেন, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র সময় এ রকম ছিলেন না। হয়তো সার্জারি করিয়েছেন। ভালই হয়েছে। সব মিলিতে ফের খবরের শিরোনামে উঠে এসেছে মৌনী রায়।
উল্লেখ্য, ফের আলোচনায় উঠে আসলেন মৌনী রায়, কেন? জানুন । তাঁর হট লুক নজর কেড়ে নিয়েছে অনেকের। অন্যদিকে পেশাগত জীবন বেশ নিস্তরঙ্গ কমল আর খান। কিন্তু বিতর্কিত মন্তব্যের জন্য উঠে আসে বারংবার তাঁর নাম। তাঁর নিশানায় থাকেন বলিউডঅনেক তারকরাই।
এবারে তিনি টেনে আনলেন মৌনী রায়ের নাম। মৌনীর চেহারা নিয়ে কটাক্ষ করলেন কমল। টুইটারে মৌনীর কয়েকটি ছবি একত্রে শেয়ার করেন। সেখানে নায়িকার বিভিন্ন বয়সের চেহারা দেখা গিয়েছে। সময়ের সঙ্গে মৌনীর পরিবর্তন সাজ পোশাকের নানা ছবি। ছবির ক্যাপশনে কমল লিখেছেন, ‘টাকা থাকলে রূপও বদলে যায়। দেখুন, মৌনী রায় কীভাবে নিজেকে বদলাতে থাকেন।’