বিনোদন – বিশিষ্ট শিল্পপতি ও কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর ১২ জুন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৩ বছর। জানা গেছে, লন্ডনে পলো খেলার সময় দুর্ঘটনাবশত একটি মৌমাছি গিলে ফেলেন তিনি, যার ফলে তাঁর হৃদরোগ হয় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সঞ্জয় কাপুর ছিলেন বিশ্বের অন্যতম গতিশীলতা প্রযুক্তি সংস্থা সোনা কমস্টার-এর চেয়ারম্যান ও নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। তাঁর মৃত্যু সংস্থার জন্য এক গভীর শোকের মুহূর্ত হলেও, কোম্পানি দ্রুত একটি বিবৃতি প্রকাশ করে আশ্বস্ত করেছে যে প্রতিষ্ঠানটির পরিচালনায় কোনও স্থবিরতা আসবে না।
কে চালাবেন সোনা কমস্টার?
সঞ্জয়ের মৃত্যুর পর, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিবেক বিক্রম সিং-এর নেতৃত্বে একটি পেশাদার ব্যবস্থাপনা টিম গঠিত হয়েছে। বোর্ডের তত্ত্বাবধানে এই টিম সংস্থার ভবিষ্যৎ পরিচালনার দায়িত্ব পালন করবে। বিবৃতিতে বলা হয়েছে, “সঞ্জয় কাপুরের দূরদৃষ্টি, মূল্যবোধ এবং নেতৃত্ব সোনা কমস্টারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তিনি আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবেন।”
ভবিষ্যৎ পরিকল্পনা
সোনা কমস্টার বোর্ড শীঘ্রই একটি বৈঠকে বসবে, যেখানে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে। সংস্থার পক্ষ থেকে কর্মচারী, অংশীদার, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে, কোম্পানির কর্মকাণ্ড আগের মতোই স্বাভাবিক থাকবে এবং ব্যবস্থাপনায় কোনও পরিবর্তন হচ্ছে না।
সঞ্জয় কাপুরের অকাল প্রয়াণে ব্যবসায়িক জগতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর স্মৃতিতে সংস্থা শোক প্রকাশ করে জানিয়েছে, তিনি কেবল একজন উদ্যোক্তা ছিলেন না, ছিলেন একজন দৃষ্টিভঙ্গিসম্পন্ন পথপ্রদর্শক।
