বিদেশ – নিউইয়র্কের রাস্তায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী হন পথচারী এবং সেদেশের সাংবাদিকরা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রসংঘের সভায় যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয়কে পাশ করাতে গিয়ে হঠাৎ যানজটে আটকা পড়েন। সাধারণ নিয়ম অনুযায়ী, একটি রাষ্ট্রনেতার কনভয় যে রাস্তায় চলবে, সেই রাস্তা পুরোপুরি ফাঁকা রাখা হয়। ট্রাম্পের যাত্রাপথে কোনো বাধা না আসার জন্য মার্কিন পুলিশ অন্যান্য সমস্ত যানবাহন আটকে দেয়, যার কারণে ম্যাক্রোঁর কনভয়ও বাধাগ্রস্ত হয়।
ম্যাক্রোঁ যানজটে আটকে পড়লে তিনি গাড়ি থেকে নেমে পাশে থাকা এক পুলিশ আধিকারিককে বলেন, কনভয়কে এগিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। তবে আধিকারিক জানিয়ে দেন, তিনি নিয়ম ভাঙতে পারবেন না। এই পরিস্থিতিতে ম্যাক্রোঁ নিজেই পকেট থেকে ফোন বের করেন এবং সরাসরি ট্রাম্পকে কল করেন। ফোনে তিনি হেসে বলেন, “হ্যাঁ, আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, কারণ আপনার জন্য সবকিছু থমকে গেছে।”
ঘটনাটি সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনালাপ ছিল বন্ধুত্বপূর্ণ এবং মজার ছলে ভরা। এসময় ম্যাক্রোঁ ট্রাম্পের সঙ্গে গাজা ইস্যু নিয়েও আলাপ করতে চান। তিনি জানান, এই সপ্তাহের শেষে কাতারে ভ্রমণ করবেন এবং গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ট্রাম্পও ম্যাক্রোঁর মাঝরাস্তায় ফোন করার রসবোধের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখান এবং দীর্ঘসময় কথা বলেন। এই ঘটনা দু’জন রাষ্ট্রনেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মজার পরিস্থিতি উভয়কেই ফুটিয়ে তোলে।
